Terms of Service

শর্তাবলী

Proshikkhon ওয়েবসাইট (Proshikkhon.net) বা Proshikkhon অ্যাপ বা Proshikkhon সংস্থার যেকোনো পণ্য ও সেবা গ্রহণ/ব্যবহার দ্বারা আপনি এই পৃষ্ঠায় উল্লেখিত শর্তাদি, সমস্ত প্রযোজ্য আইন এবং বিধি দ্বারা আবদ্ধ হতে সম্মত হচ্ছেন এবং এই মর্মে সম্মতি প্রদান করছেন যে; প্রযোজ্য স্থানীয় আইন মেনে চলার জন্য আপনি দায়বদ্ধ। আপনি যদি এই শর্তগুলির সাথে একমত না হন তবে আপনাকে এই সাইটটি/অ্যাপটি/সংস্থাটি ব্যবহার/গ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। এই ওয়েবসাইটে/অ্যাপে/সংস্থায় থাকা পণ্য/সেবা/উপাদানগুলি প্রযোজ্য কপিরাইট এবং ট্রেডমার্ক আইন দ্বারা সুরক্ষিত।

সকল শর্তাবলী নিম্নরূপ

অ্যাকাউন্টঃ

Proshikkhon যেকোনো সময় কোনও কারণ দর্শানো ছাড়াই ওয়েবসাইটে/অ্যাপে নিবন্ধিত ব্যবহারকারী/গ্রাহক/শিক্ষার্থীর একাউন্ট মুছে/বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।

সাপোর্টঃ

বিনামূল্যে প্রদানকৃত পণ্য, সেবা, উপাদান, উপকরণ এর জন্য Proshikkhon সাপোর্ট প্রদান করে না। সকল উপাদানসমূহ “যেমন আছে, তেমন ভিত্তিতে” সরবরাহ করা হয়। ক্রয়কৃত পণ্য, সেবা, উপাদানসমূহের জন্য Proshikkhon ওয়েবসাইটের অভ্যন্তরীণ সাপোর্ট টিকেট সেন্টারের মাধ্যমে সাপোর্ট প্রদান করা হয়।

দাবি পরিত্যাগীঃ

Proshikkhon ওয়েবসাইটে/অ্যাপে থাকা সামগ্রীগুলি “যেমন আছে তেমন ভিত্তিতে” সরবরাহ করা হয়। Proshikkhon ওয়েবসাইটে/অ্যাপে প্রকাশিত তথ্য/উপাদানের বিশুদ্ধতার কোনও প্রকার ওয়্যারেন্টি/গেরান্টি প্রদান/নিশ্চিত করে না। তদ্ব্যতীত, Proshikkhon তার ওয়েবসাইটটিতে/অ্যাপটিতে সরবরাহকৃত পণ্য/সেবা/উপাদান/তথ্য/অন্যান্য বিষয়বস্তু ব্যবহারের নির্ভুলতা, সম্ভাব্য ফলাফল, বা নির্ভরযোগ্যতার বিষয়ে বা অন্য কোনওভাবে এই জাতীয় সামগ্রীর সাথে বা এই সাইটের সাথে লিঙ্কযুক্ত যে কোনও সাইটগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলোর কোন প্রকার গেরান্টি/ওয়ারেন্টি দেয় না। সেবাগ্রহণকারী/গ্রহীতা নিজ দায়ীত্বে নিজ পর্যবেক্ষণে সকল প্রদর্শিত বিষয়, প্রদানকৃত পণ্য বা সেবাসমূহ ব্যবহার করবেন। ব্যবহারে কোন প্রকার ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার Proshikkhon বহন করবে না ও এ-বিষয়ে কোন প্রকার গেরান্টি/ওয়ারেন্টি প্রদান করা হবে না।

মালিকানাঃ

Proshikkhon ওয়েবসাইট ও Proshikkhon অ্যাপে প্রকাশিত সকল প্রকার উপাদান, উপকরণ যেমনঃ ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটোগ্রাফি, লেখাসহ অন্যান্য সকল সামগ্রী Proshikkhon প্রতিষ্ঠানের এর নিজস্ব সম্পত্তি। লিখিত অনুমোদন ব্যতিত উল্লেখিত সম্পদসমূহ ডাউনলোড, হস্তান্তর, অন্যকে ডাউনলোড লিঙ্ক প্রদান, পেন ড্রাইভের মাধ্যমে হস্তান্তর, নিজস্ব বা অন্যান্য তৃতীয়পক্ষ ওয়েবসাইটে/অ্যাপে আপলোড, কপি, প্রিন্ট (এতেই সীমাবদ্ধ নয়) করা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। এগুলোর যেকোনো এক বা একাধিক কার্য সম্পন্ন করণে শর্তাবলী ভঙ্গের দায়ভার গ্রহণ করতে হবে এবং ভঙ্গকারীর বিপক্ষে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সকল প্রকার আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

সীমাবদ্ধতাঃ

Proshikkhon বা Proshikkhon এর কোন সরবরাহকারী Proshikkhon ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সরবরাহকৃত উপকরণের ব্যবহার থেকে উৎপন্ন বা উপকরণ ব্যবহারের অক্ষমতা দ্বারা ক্ষয়-ক্ষতির সম্মুখীন হলে কোন অবস্থাতেই Proshikkhon দায়ী থাকবে না। এমনকি Proshikkhon বা Proshikkhon অনুমোদিত কোন প্রতিনিধিকে মৌখিকভাবে বা এই জাতীয় ক্ষতির সম্ভাবনা লিখিতভাবে অবহিত করা হলেও। কারণ কিছু এখতিয়ারসমূহ অন্তর্নিহিত সীমাবদ্ধতার উপন ওয়ারেন্টি, বা ফলস্বরূপ বা ঘটনাগত ক্ষতির জন্য দায়বদ্ধতার সীমাবদ্ধতা অনুমতি প্রদান করে না, এই সীমাবদ্ধতাগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

উপাদানের নির্ভুলতাঃ

Proshikkhon ওয়েবসাইট (Proshikkhon.net) বা অ্যাপে (Proshikkhon) যেসকল উপাদান রয়েছে যেমনঃ প্রযুক্তিগত, টাইপোগ্রাফিক্যাল, ফটোগ্রাফিক্যাল, ভিউজুয়াল গ্রাফিক্যাল, ভিডিওগ্রাফিক্যাল বা অডিও বা অন্যান্য ডিজিটাল/ফিজিক্যাল ইত্যাদি উপাদানসমুহে ত্রুটি থাকতে পারে। Proshikkhon তার ওয়েবসাইটের/অ্যাপের সরবরাহকৃত উপাদান/উপকরণসমূহ যে পরিপূর্ণ সঠিক, সম্পূর্ণ বা হালনাগাদ সংস্করণ এ বিষয়ে কোনও প্রকার ওয়্যারেন্টি দেয় না। Proshikkhon তার ওয়েবসাইটের/অ্যাপের উপাদান/উপকরণ যেকোনো সময় কাউকে অবিহিত করা ছাড়াই পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। এছাড়াও, Proshikkhon তাঁদের সরবরাহকৃত উপাদান/উপকরণসমূহ হালনাগাদ করার প্রতিশ্রুতি প্রদান করে না।

লিঙ্কসমূহঃ

Proshikkhon তৃতীয় পক্ষের ওয়েবসাইটের/অ্যাপের যুক্তকৃত লিঙ্কসমূহ পুনঃসমীক্ষা করে না এবং সেসকল ওয়েবসাইটের কন্টেন্ট বা উপাদান বা উপকরণ এর জন্য কোনভাবেই দায়বদ্ধ নয়। তাই Proshikkhon এ যুক্তকৃত কোনও লিঙ্ক Proshikkhon দ্বারা অনুমোদনের ইঙ্গিত দেয়া না।

বয়সঃ

Proshikkhon ওয়েবসাইটটি/অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। Proshikkhon ওয়েবসাইট/অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চয়টা/ওয়ারেন্টি প্রদান করছেন যে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর বা তার অধিক। যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট, অ্যাপ, পণ্য, সেবা, উপাদান ও অন্যান্য উপকরণ ব্যবহার থেকে বিরত থাকুন।

পরিবর্তন বা পরিবর্ধনঃ

Proshikkhon পূর্ব ঘোষণা ছাড়াই সকল শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। Proshikkhon ওয়েবসাইট proshikkhon.net, Proshikkhon অ্যাপ বা Proshikkhon এর যেকোনো পণ্য/সেবা ব্যবহারে/গ্রহণে সর্বশেষ সংকলিত বা হালনাগাদকৃত সকল শর্তাবলী আপনার উপর প্রযোজ্য হবে।