বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা
বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা
Advantages and Disadvantages of Globalization
বিশ্বায়নের সুবিধা বা ইতিবাচক দিক:
v মুক্তবাজার অর্থনীতে পূর্ণ প্রতিযোগিতা বজায় থাকার ফলে ভোক্তা স্বার্থ রক্ষা;
v আমদানি-রপ্তানি অবাধ হওয়ায় যে কোন পণ্য বিশ্ব বাজারে ঢোকার সুযোগ;
v শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অবাধ বিনিময়;
v বিজ্ঞান ও প্রযুক্তির বিনিময় সহজলভ্যতা ও গতিশীলতা;
v মানুষের মেধা ও দক্ষতার বিশ্ববাজারে প্রবেশ;
v এক বিশ্ব এক জাতি ধারণার ফলে বিশ্ব ভ্রাতৃত্ব ও মানব সৌহার্দ্য বৃদ্ধি;
v তৃতীয় বিশ্বের দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ সহায়তার পাশাপাশি জি. এস. পি সুবিধা;
v রাজনীতির সম্প্রসারণের মাধ্যমে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ বৃদ্ধি;
v যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন;
v মানব সম্পদ রপ্তানির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি;
v ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন;
v শিক্ষা ব্যবস্থার উন্নয়ন;
v পারিবারিক উন্নয়নের মাধ্যমে মানুষের পারিবারিক চিন্তা-চেতনার পরিবর্তন;
v পরিবেশ সংরক্ষণে বিভিন্ন দেশের মধ্যে পরিবেশ বান্ধব চুক্ত সম্পাদন;
v রপ্তানি উন্নয়ন।
বিশ্বায়নের অসুবিধা বা নেতিবাচক দিক:
- v দেশীয় উৎপাদন
কাঠামো, দেশীয় শিল্প ও দেশীয় প্রযুক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ;
- v উন্নয়ন সাহায্যের
নামে উন্নত দেশগুলো তৃতীয় বিশ্বকে পরনির্ভরশীল করে তোলার মাধ্যমে বৈষম্য বৃদ্ধি;
- v মুক্তবাজার অর্থনীতির
মাধ্যমে দেশীয় পুঁজি ধনী দেশগুলো করতলগত হওয়া;
- v বাণিজ্য ঘাটতি
বৃদ্ধি;
- v মেধা পাচার;
- v সন্ত্রাস বৃদ্ধি;
- v অবাধ তথ্য প্রবাহের
ফলে স্থানীয় ও জাতীয় স্বকীয়তার বিনাশ;
- v সংস্কৃতি অনুপ্রবেশের
ফলে সংস্কৃতির সংকরায়ণ ঘটার ফলে জাতি-সম্প্রদায়ের বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধের বিপযয়;
- v সকল সুবিধা ভোগ
করার ফলে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোই সমৃদ্ধি ও উন্নতি লাভ
করছে।
- v পারিবারিক বিশৃঙ্খলা
বৃদ্ধির মাধ্যমে অসন্তোষ বৃদ্ধি, পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হওয়া, বিবাহ বিচ্ছেদ, গ্রামের
মানুষের শহরমূখী হওয়া ইত্যদি।
মতামত দিন