অঙ্কন

শহীদ মিনার আঁকানো : ড্রইং ও জলরং করার নিয়ম

শহীদ মিনার আঁকানো : ড্রইং ও জলরং করার নিয়ম
 এই ভিডিওটি না টেনে দেখুন ধাপে ধাপে কীভাবে শহীদ মিনার অঙ্কন করতে হয়।

প্রয়োজনীয় উপকরণঃ 
> কার্টিজ পেপার
> 2B/4B পেন্সিল
> ইরেজার
> স্কেল
> জলরং।

অংকনের ধাপঃ
১) প্রয়োজনীয় সাইজের কাগজ কেটে নিন।
২) পেন্সিল দিয়ে ড্রইং করুন।
৩) অপ্রয়োজনীয় লাইনগুলো ইরেজার দিয়ে মুছে ফেলুন।
৪) জলরং অথবা প্যাস্টেল রঙ দিয়ে প্রথমে হালকা রঙ থেকে ধীরে ধীরে গাঢ় রঙ করুন।
৫) রঙ করার সময় আলো-ছায়ার ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।