ডাউনলোড

বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন- সকল ফরম একসাথে

বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন- সকল ফরম একসাথে 

Foreign Travel Form for Government Employees (All Together)
১ম ধাপঃ অর্জিত ছুটি প্রাপ্যতার আবেদন


বরাবর

অফিসের প্রধানের পদবী

অফিসের নাম

বিষয়: বহি: বাংলাদেশ ভ্রমণের জন্য অর্জিত ছুটি প্রাপ্যতার আবেদন প্রসঙ্গে

মহোদয়

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারীবহি: বাংলাদেশ (ভারত) তীর্থস্থান ভ্রমণে জন্য ০১-১৫ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত অথবা ভ্রমণের যাত্রার তারিখ হতে ১৫দিন পর্যন্ত ছুটি প্রার্থনা করছিযেকারণে জেলা হিসাব রক্ষণ অফিস হতে বহি: বাংলাদেশ ভ্রমণের জন্য অর্জিত ছুটি প্রাপ্যতার হিসাব প্রয়োজন।

 অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা বহি: বাংলাদেশ ভ্রমণের জন্য অর্জিত ছুটি প্রাপ্যতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক-

 স্বাক্ষর

 (নিজের পুরো নাম) 

পদবী

প্রতিষ্টানের নাম।


 সংযুক্তি:

বাংলাদেশ ফরম নং ২৩৯৫ (ছুটির প্রাপ্যতা) ঃ ডাউনলোড করুন নীচের লিংক থেকে

Download from Here (Officers)

Download from Here (Non-Officers)

Download from Here (Form Non-Gazetted]

২য় ধাপঃ

বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন

০১.

আবেদনকারীর নাম (ক) বাংলায়

:

আপনার নাম লিখুন

 

                 (খ) ইংরেজীতে

:

Write Your Name

 

                 (গ) জাতীয় পরিচয়পত্র নম্বর

:

123 345 6789

 

                 (ঘ) পাসপোর্টে নম্বর

 

OC 1234567

০২.

পিতা/স্বামীর নাম

:

পিতার নাম লিখুন

০৩.

পদবী ও অফিসের ঠিকানা

:

প্রধান শিক্ষক

০৪.

বেতন ক্রম, স্কেল ও বর্তমান মূল বেতন

:

১০তম; (১৬,০০০-৩৮,৬৪০); ৪৯,৯৮০।

০৫.

যে দেশ ভ্রমণ করবেন  (যে স্থানসমুহ ভ্রমণ করবেন তা  উল্লেখ করতে হবে)

:

ভারত

০৬.

প্রস্তাবিত ভ্রমণের মেয়াদ (ভ্রমন শুরু এবং শেষ তারিখসহ)

:

১০-২৪ অক্টোবর ২০২৩

০৭.

ছুটির প্রাপ্যতা (প্রস্তাবিত সফরের পূর্ব দিন পর্যন্ত অর্জিত ছুটি)

:

ছুটির প্রাপ্যতা ফরম সংযুক্ত

০৮.

যদি পরিবারের কোন সদস্য বা অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে চান (তাঁর/তাঁদের নাম (বাংলা ও ইংরেজীতে) বয়স ও আবেদনকারীর সঙ্গে  সম্পর্ক উল্লেখ করতে হবে।

:

১) জামাল করিম বয়স: ১২ বছর; সম্পর্ক: পুত্র।

পাসপোর্ট নং: EF 01234567

০৯.

ভ্রমণের উদ্দেশ্য

:

তীর্থস্থান ভ্রমন।

১০.

শেষবার কবে ঐ দেশ সফর করেছেন এবং কত দিনের জন্য

:

পূর্বে ভারত ভ্রমন করা হয় নাই।

১১.

আনুমানিক খরচের পরিমান (বাস্তবতার নিরিখে)

:

৬০,০০০ টাকা

১২.

প্রস্তাবিত ভ্রমণের খরচ কীভাবে (অর্থের উৎস) মিটানো হবে

:

ব্যক্তিগত

 

আবেদনকারীর স্বাক্ষর

তারিখ:

:

আপনার নাম

পদবী

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

ফোন: ০১১১০-০০০০০০

১৩।

সরকারের তরফ হতে কোন প্রকার বৈদেশিক মুদ্রা ব্যয় হবে না এই মর্মে প্রত্যয়নসহ মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/অফিস

প্রধানের সুপারিশ

:

সংস্থা বা সরকারের তরফ হতে কোন প্রকার বৈদেশিক মুদ্রা ব্যয় হবে না মর্মে প্রত্যয়নসহ সুপারিশ করা হলো।

 

বিভাগীয়/শাখা প্রধানের স্বাক্ষর ও

সীল মোহর

 

করপোরেশনের প্রধান ব্যক্তির স্বাক্ষর ও

সীল মোহর

 

 

 

অঙ্গীকারনামাঃ


কর্মস্থলে প্রত্যাবর্তনের অঙ্গীকারনামা

 

 

আমি -----------------------, পদবী, ---------------------------------- এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রার্থিত সময় (১০-২৪ অক্টোবর ২০২৩ অথবা ভ্রমণের শুরুর তারিখ হতে ১৫ দিন) বহি: বাংলাদেশ (ভারত) ভ্রমণ শেষে দেশে প্রত্যাবর্তন করে কর্মস্থলে যোগদান করব।

 

 

 

 

আপনার নাম

পদবী

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

 

 

 

 বহি: বাংলাদেশ ভ্রমণ ও ছুটির আবেদনঃ

 

বরাবর

মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর, ঢাকা।

 

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

 

বিষয়: বহি: বাংলাদেশ ভ্রমণ ও ছুটির আবেদন।

 

মহোদয়,

বিনীত নিবেদন, আমি নিম্ন স্বাক্ষরকারী পরিবারের সদস্যসহ বহি: বাংলাদেশ (ভারত) তীর্থস্থান ভ্রমণে যেতে চাই। এ জন্য ১০-২৪ অক্টোবর ২০২৩, যাত্রার তারিখ হতে ১৫ দিন পর্যন্ত দেশত্যাগ ও আমার অর্জিত ছুটি মঞ্জুরের জন্য আবেদন করছি। ভ্রমণের যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে আমি বহন করবো।

 

          অতএব আমাকে প্রার্থিত ছুটিসহ দেশত্যাগের অনুমতি প্রদানে মহোদয়ের মর্জি হয়।

 

 

 

আপনার নাম

পদবী

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

সংযুক্তি:

১. পুরণকৃত বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন ফরম।

২. কর্মস্থলে প্রত্যাবর্তনের অঙ্গীকারনামা

৩. বাংলাদেশ ফরম নং ২৩৯৫ (ছুটির প্রাপ্যতা)

৪. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।

৫. পাসপোর্টের সত্যায়িত অনুলিপি।


 






মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।