কেস স্টাডি কাকে বলে?

What is Case Study?
কেস স্টাডি কী?

অন্যান্য গবেষণা থেকে কেস স্টাডি গবেষণা পদ্ধতি একটু ভিন্ন ও ব্যতিক্রম। ‘Case’ হলো কোনো ঘটনা এবং 'Study’ হলো অনুসন্ধান। সমস্যার ভেতর থেকে কোন একক ঘটনার গভীরভাবে অনুসন্ধান হলো কেস স্টাডি। একে ঘটনা অনুধ্যান বা বিষয়ী অনুধ্যান পদ্ধতি বলা হয়।

P.V. Young (1987) বলেন, “কেস স্টাডি হলো সামাজিক এককের জীবনধার উদঘাটন ও বিশ্লেণের একটি পদ্ধতি। সেই একক একজন ব্যক্তি, একটি পরিবার, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক দল বা গোটা সমষ্টি হতে পারে।”

G.R. Adam (1987) এর মতে- “কেস স্টাডি একটি কিংবা স্বল্পসংখ্যক ঘটনার মধ্যে সীমাবদ্ধ অনুসন্ধানরত চলকসমূহের ধরন ও পরিমাণের উপর আলোকপাত করে এবং এ পদ্ধতি সর্বাত্ম ও গভীরতর অনুসন্ধানমূখী।”

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।