বিটিপিটি

শিক্ষাক্রম-২০২১ : ১০টি মূল যোগ্যতা

পরিমার্জিত শিক্ষাক্রম-২০২১ অনুসারে ১০টি মূল যোগ্যতা

10 Core Competencies as per Revised Curriculum-2021

জাতীয় শিক্ষাক্রম ২০১১ -এ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৯টি প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান পরিমার্জিত শিক্ষাক্রম-২০২১ -এ ১০টি মূল যোগ্যতার উপর ভিত্তি করে বিস্তৃত করা হয়েছে। আর এই ১০টি মূল যোগ্যতা পূর্ণবিন্যাস করা হয়েছে তিনটি বিষয়কে বিবেচনা করে। 

সেগুলো হলো:

  ১) টেকসই উন্নয়ন অভিলক্ষ্য,

  ২) চতুর্থ শিল্প বিপ্লব,

  ৩) রূপকল্প ২০৪১।

পরিমার্জিত শিক্ষাক্রম-২০২১ অনুসারে ১০টি মূল যোগ্যতা নিম্নরূপ:

১. অন্যের মতামত ও অবস্থানকে সম্মান ও অনুধাবন করে, প্রেক্ষাপট অনুযায়ী নিজের, মতামত যথাযথ মাধ্যমে  সৃজনশীলভাবে প্রকাশ করতে পারা।

২. যেকোনো ইস্যুতে সূচিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয়সমূহ বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক ও সর্বোচ্চ  কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারা।

৩. ভিন্নতা ও বৈচিত্রকে সম্মান করে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে নিজ দেশের প্রতি  ভালোবাসা ও বিশ্বস্ততা প্রদর্শনপূর্বক বিশ্বনাগরিকের যোগ্যতা অর্জন করা।

৪. সমস্যার প্রক্ষেপণ, দ্রুত অনুধাবন, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের  অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে ও সমাধান করতে পারা।

৫. পারস্পারিক সহযোগিতা, সম্মান ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিবর্তনশীল  পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারা এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী তৈরিতে  ভূমিকা রাখতে পারা।

৬. নতুন দৃষ্টিকোণ, ধারণা, দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে নতুনপথ, কৌশল ও সম্ভাবনা সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন এবং জাতীয় ও বিশ্বকল্যাণে ভূমিকা রাখতে পারা।

৭. নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজ অবস্থান ও ভূমিকা জেনে ঝুঁকিহীন নিরাপদ  ও গ্রহণযোগ্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশি^ক সম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে ও  বজায় রাখতে পারা।

৮. প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে ঝুঁকি ও দূর্যোগ মোকাবেলা এবং মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিরাপদ  ও সুরক্ষিত জীবন ও জীবিকার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারা।

৯. পরিবর্তনশীল পৃথিবীতে দৈনন্দিন উদ্ভূত সমস্যা গাণিতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে সমাধান করতে পারা।

১০.ধর্মীয় অনুশাসন, সততা ও নৈতিক গুণাবলি অর্জন এবং শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারা।

উপরোল্লিখিত যোগ্যতাসমূহ অপিরিবর্তিত রেখে প্রাথমিক স্তরের উপযোগী যোগ্যতাভিত্তক শিক্ষাক্রম পরিমার্জন করা হয়।

এ ধরনের আরও পোস্ট দেখুন:

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।