ইন্টারনেট ও এর ব্যবহার
ক্লাসের আলোচিত বিষয়:
- ইন্টারনেট কী?
- ইন্টারনেট ব্যবহার করার উপায় লিখুন।
- কোন কোন মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
- মডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার পদ্ধতি বর্ণনা করুন।
- সার্চ ইঞ্জিন কী? কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন।
- গুগলের মাধ্যমে সার্চ করার পদ্ধতি লিখুন।
- সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে? কয়েকটি সামাজিক মাধ্যমের নাম লিখুন।
- ব্রাউজার কী? কয়েকটি জনপ্রিয় ব্রাউজারের নাম লিখুন।
- ইমেইল কী?
- ইমেইল অ্যাকাউন্ট খোলার ধাপ বর্ণনা করুন।
- ইমেইল পাঠানোর ধাপ বর্ণনা করুন।
ইন্টারনেট কী?
ইন্টারনেট (Internet) হলো আধুনিক টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক যা স্যাটেলাইট, ক্যাবল বা ওয়্যারলেস সংযোগ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন বা অন্য ডিভাইস গুলিকে World Wide Web (www) এর সাথে আমাদের সংযুক্ত (connect) করে। www হলো ইন্টারনেটে তথ্য গ্রহণের পদ্ধতি। এই পদ্ধতিতে, হাইপারলিংক (https) এর মাধ্যমে ইন্টারনেটে থাকা বিভিন্ন ডকুমেন্ট একে একের সাথে সংযুক্ত হয়ে থাকে। সহজ কথায়, ইন্টারনেট হল দেশ-বিদেশের বিভিন্ন তথ্য প্রাপ্তি ও যোগাযোগের এক বিষ্ময়কর মাধ্যম।
ইন্টারনেট-এর ব্যবহারঃ
ইন্টারনেট ব্যবহারের সুবিধা অনেক। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করে সবচেয়ে বেশি সুবিধা নেওয়া হয় যে সকল ক্ষেত্রে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ হলো:
- ইমেইল এর মাধ্যমে তথ্য-আদান প্রদান করা বিশেষ করে অফিসিয়াল চিঠিপত্রের স্থলে ইমেইল ব্যবহার করা হয় সবচেয়ে বেশী। এছাড়াও ব্যক্তিগত ও অন্যান্য নানান জায়গায় ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার অনেক সময় বাধ্যতামূলক থাকে।
- বিভিন্ন ধরণের ফাইল যেমন-ছবি, ভিডিও, অডিও ইত্যাদি ডাউনলোড করা যায়।
- শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা। ইন্টারনেট থেকে প্রাপ্ত রিসোর্স ব্যবহারের মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও ব্যবহার করা যায় যার মাধ্যমে শ্রেণিকক্ষে ফলপ্রসূ পাঠদান সম্ভব হয়।
- বিভিন্ন ধরণের তথ্য খুঁজতে ইন্টারনেট এখন আমাদের নিত্য সঙ্গী।
- অনলাইন শপিং করা। বর্তমান সময়ে ইকমার্স বিজনেসগুলো ইন্টারনেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে যার ফলে ঘরে বসেই কেনাকাটা করা যায়।
- ঘরে বসে ইনকাম করা যায়। যেমন-আউটসোর্সিং করা।
- বিনোদন মাধ্যম হিসাবে ইন্টারনেট অপ্রতিদ্বন্দ্বী কেননা ইউটিউব, নেটফ্লিক্স ইত্যাদি মাধ্যমে মানুষ ঘরে বসেই তাদের পছন্দমতো নাটক, সিনেমা, গান ইত্যাদি উপভোগ করতে পারছে এই ইন্টারনেট এর কল্যাণেই।
- সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে ভিডিও কল, ভয়েস কল, চ্যাটিং ইত্যাদি কাজগুলো ইন্টারনেট সেবাকে কাজ লাগিয়েই করা হয়।
কোন কোন মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
ইন্টারনেট সংযোগের বিভিন্ন ধরণের পদ্ধতি রয়েছে। তবে বর্তমানে ইন্টারনেট সংযোগ সাধারণত দুই ভাবে করা হয়। যেমন-
১. ক্যাবল তারের মাধ্যমে যা ব্রডব্যান্ড (Broadband) ইন্টারনেট নামে পরিচিত।
২. তারবিহীন ওয়াইফাই-এর মাধ্যমে যা মডেম/ওয়াইফাই নামে পরিচিত।
মডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ প্রদানের ধাপ বর্ণনা করুন।
ইউএসবি মডেম ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেবার জন্য প্রথমেই মডেমটিকে কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করে নিতে হবে।
ইউএসবি মডেম ইন্সটল-এর ধাপ:
- মডেমটিকে কম্পিউটার/ল্যাপটপের ইউএসবি (USB) পোর্টে ঢুকাতে হবে,
- ইউএসবি পোর্টে মডেমটি ঢুকালে একটু পরে নিজে থেকেই একটি ডায়লগ বক্স আসবে,
- ডায়লগ বক্সটিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ (যেমন-Next) করতে হবে,
- সবশেষে ok বাটনে ক্লিক করলেই মডেমটি ইন্সটল হয়ে যাবে।
সার্চ ইঞ্জিন কী? কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন।
সার্চ ইঞ্জিন হলো ওয়েব-ভিত্তিক এমন একটি টুল যা ব্যবহারকারীকে ইন্টারনেট থেকে তথ্য সনাক্ত করতে সাহায্য করে। ওয়েব জগতে চালু থাকা সকল ওয়েবসাইট থেকে এটি একটি স্পাইডার বা ওয়েব ক্রলার পাঠিয়ে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে।
কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন:
- Bing
- Yahoo
- Baidu
- Yandex
গুগলের মাধ্যমে সার্চ করার পদ্ধতি লিখুন।
ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানের জন্য অবশ্যই একটি ব্রাউজার প্রয়োজন হবে। নিম্নে ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানের বর্ণনা করা হলো:
- মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদির যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে,
- ব্রাউজারের এড্রেস বারে www.google.com লিখে কীবোর্ডে Enter কী প্রেস করতে হবে,
- কয়েক সেকেন্ডের ভিতর গুগলের ওয়েবপেজটি কম্পিউটারের স্ক্রীনে আসবে,
- সার্চ বার-এ কী-ওয়ার্ড (যেমন- জাতীয় পাখি, পতাকা, মু্ক্তিযুদ্ধ ইত্যাদি ) লিখে Enter কী প্রেস করতে হবে,
- কী-ওয়ার্ড অনুসারে অসংখ্য ওয়েবসাইট লিংক দেখা যাবে, যেকোন একটি ওয়েবসাইটে ক্লিক করে ঐ ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা যাবে এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দেখা যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে? কয়েকটি সামাজিক মাধ্যমের নাম লিখুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ বা কমিউনিটিভিত্তিক মিথষ্ক্রিয়া (Interaction), তথ্যের আদান প্রদান ও সহযোগিতার জন্য নিবেদিত অনলাইন যোগাযোগ চ্যানেলগুলোর সমষ্টি। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন প্রভৃতি।
এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে। যেমন-
- সোশ্যাল নেটওয়ার্ক: Facebook, Twitter, LinkedIn
- বুকমার্কিং সাইট্স: Pinterest, Flipboard,
- মিডিয়া শেয়ারিং: Pinterest, YouTube, Vimeo.
- ব্লগ কমেন্ট ও ফোরাম,
- সোশ্যাল রিভিউ,
- কমিউনিটি ব্লগ।
ব্রাউজার কী? কয়েকটি জনপ্রিয় ব্রাউজারের নাম উল্লেখপূর্বক ইন্টারনেট থেকে তথ্য খুঁজে পাওয়ার পদ্ধতি বর্ণনা করুন।
ব্রাউজার (Browser) হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী ইন্টারনেট থেকে যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, দেখতে পারেন এমনকি প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু ডকুমেন্ট ডাউনলোড করতে পারে । আর ইন্টারনেট বা ওয়েব থেকে বিভিন্ন ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ইত্যাদি তথ্য অনুসন্ধানকে ব্রাউজিং (Browsing) বলা হয়।
উল্লেখযোগ্য কিছু ওয়েব ব্রাউজার:
- Mozilla Firefox
- Internet Explorer
- Google Chrome
- Safari
- Opera
- Konqueror
- Lynx.
ইমেইল কী?
ইমেইল (Email) হলো ইলেক্ট্রনিক মেইল-এর সংক্ষিপ্ত রূপ। ইমেইল হোল এক ধরনের Online free services যার মাধ্যমে বিনামূল্যে মূহুর্তের মধ্যেই বার্তা (যেমন-লেখা, ছবি, ভিডিও ইত্যাদি) প্রেরণ করা যায়। তবে এজন্য ব্যবহারকারীর অবশ্যই একটি ইমেইল অ্যাকাউন্ট থাকতে হয়।
ইমেইল অ্যাকাউন্ট করার ধাপ বর্ণনা করুন।
নিম্নে Gmail-এ একটি নতুন অ্যাকাউন্ট খোলা ধাপ বর্ণনা করা হলো:
- প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে,
- ব্রাউজারের অ্যাড্রেস বার-এ www.gmail.com লিখে কীবোর্ডের Enter বাটন প্রেস করতে হবে,
- Create your Google Account ফরম আসবে,
- ফরমে দেওয়া তথ্যগুলো ভালভাবে পড়ে সতর্কতার সহিত পূরণ করতে হবে। যেমন- First Name, Last name, Username, password
- পাসওয়ার্ডটি হুবহু দুই জায়গায় টাইপ করতে হবে,
- এরপর Next বাটনে প্রেস করতে হবে,
- একটি সচল মোবাইল নম্বর দিতে হবে যেখানে ভেরিভিকেশন কোড আসবে,
- ইমেইল আইডি (অপশনাল)
- জন্ম তারিখ পূরণ করতে হবে,
- জেন্ডার সিলেক্ট করতে হবে,
- এরপর Next বাটনে প্রেস করতে হবে,
- মোবাইলে একটি চার ডিজিটের কোড আসবে, কোডের ঘরে টাইপ করে টাইপ করতে হবে,
- এরপর কয়েকবার Next বাটনে প্রেস করতে থাকলে জিমেইল এর inbox আসবে।
অবশ্যই Username ও Password গোপন জায়গায় লিখে রাখতে হবে। পরবর্তীতে যেকোন সময়, যেকোন ডিভাইস থেকে Sign in করতে এগুলো প্রয়োজন পড়বে।
ইমেইল পাঠানোর ধাপ বর্ণনা করুন।
নিম্নে Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে Email পাঠানোর ধাপগুলো বর্ণনা করা হলো:
- প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে,
- ব্রাউজারের অ্যাড্রেস বার-এ www.gmail.com লিখে কীবোর্ডের Enter বাটন প্রেস করতে হবে,
- Sign in-এ ক্লিক করতে হবে,
- এরপর Username ও Password লিখে কীবোর্ডের Enter বাটন প্রেস করতে হবে,
- জিমেইলের ইনবক্স দেখা যাবে,
- Compose বাটনে ক্লিক করতে হবে,
- ‘New Message’ Box ওপেন হবে,
- ‘To’ এর ঘরে ‘Recipients’ এর ইমেইল আইডি টাইপ করতে হবে,
- ‘Subject’ এর ঘরে কী বিষয়ে ইমেইল তা লিখতে হবে,
- মেসেজ বডি-তে কিছু বলার থাকলে তা লিখতে হবে,
- কোন ফাইল (লেখা, ছবি, ভিডিও ইত্যাদি) পাঠাতে চাইলে ‘Attach files’ বাটনে ক্লিক করতে হবে,
- ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করে Open বাটনে ক্লিক করলে আপলোড শুরু হয়ে যাবে,
- আপলোড সম্পন্ন হলে Send বাটনে ক্লিক করতে হবে।
- ‘Your Message has sent’ দেখাবে।
মতামত দিন