বিশ্বায়ন কী? বিশ্বায়নের সংজ্ঞা ও ধারণা

বিশ্বায়ন কী? বিশ্বায়নের সংজ্ঞা ও ধারণা

What is globalization? Definition and concept of globalization


বিশ্বায়ন কী?

বিশ্বায়নকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। বিশ্বায়ন হল বিশ্ব অথনৈতিক ব্যবস্থা। বাণিজ্যকে বাধাহীনভাবে বিশ্বব্যাপী পরিচালনা করার রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালাই হলো বিশ্বায়ন। আবার বিশ্বায়ন বলতে বোঝায় সাড়া বিশ্বে পণ্য ও পুজির অবাধ প্রবাহ। বিশ্বায়ন হল সাড়া বিশ্বকে এক কেন্দ্র থেকে শাসন করার নতুন অথনৈতিক ও সাংস্কৃতিক কৌশল। বিশ্বায়ণ হল দুর্বল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রনের জন্য ধনী রাষ্ট্রগুলোর অথনৈতিক ধারণা। বিশ্বায়ন হল উপনিবেশের নব্য রূপ।

বিশ্বায়ন হচ্ছে বিভিন্ন যোগাযোগ ও আন্তঃসংযোগ সংক্রান্ত বিষয়সমূহের সমষ্টিগত একটি আধুনিক বিশ্ব পরিচালনা পদ্ধতি যার ব্যাপ্তি বিভিন্ন রাষ্ট্রের (এবং সমাজের) গণ্ডিকেও ছাড়িয়ে যায়।

 

বিশ্বায়নের সংজ্ঞা:

Adam Smith মতে-

বিশ্বায়ন হলো সমগ্র বিশ্বব্যাপী সকল সমাজ ও অর্থব্যবস্থার মধ্যে সংহতি বজায় রাখা এমন এক প্রক্রিয়া, যা একই প্রকার উৎপাদন এবং পুনঃউৎপাদন ব্যবস্থায় আস্থাশীল।

David এর মতে-

প্রকৃতপক্ষে বিশ্বায়ন বলতে বুঝায়, পুঁজি, অর্থ সম্পদ ও প্রযুক্তির একস্থান থেকে অপর স্থানে চলাচল।

S.C Paul এর মতে-

Globalization means the free movement of goods, services, people and information across the national borders.

 

বিশ্বায়নের ধারণা:

বিশ্বায়ন একটি আধুনিক ও সর্বজনীন ধারণা। একুশ শতকের আলোচনায় এটি একটি মূখ্য বিষয়। বিশেষ করে রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বায়নের কদর অনেক। এ ধারণা অতীতেও ছিল। অতীত অপেক্ষা বর্তমানের এটির প্রকৃতি ও ধারণা ভিন্নতর। বর্তমান যুগ হলো তথ্যপ্রবাহের যুগ। এ যুগে বিশ্বায়নের কদর ও গ্রহণযোগ্যতা অনেক। 

বিশ্বায়ন বর্তমানে কোন একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ২য় বিশ্বযুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্টের নামক স্থানে তৎকালীন তিন পরাশক্তি বৃটেন, ফ্রান্স, নেদারল্যান্ড ও বেলজিয়াম দেশগুলো একত্রিত হয়ে দুটি অর্থনৈতিক সংস্থা সৃষ্টি করে। এগুলোর একটি হলো IMF- International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) এবং অপরটি হলো IBRD-International Bank for Reconstruction and Development (পুননির্মাণ ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক)। 

মূলত এ ধারণা থেকেই বিশ্বায়নের সূচনা হয় বলে বিশ্লেষকদের অভিমত। এরপর থেকে আজ অবধি বিশ্বায়ন প্রকিয়াটি প্রবাহমান। এখন এর দ্রুত বিস্তার ঘটছে। দেশে দেশে আমদানি শুল্ক কমছে। আমরা ক্রমশ এক বিশ্ব রাষ্ট্রের নাগরিকে পরিণত হচ্ছি। যার প্রভাব গরিব দেশগুলোয় পড়ছে। তাই বিশ্বায়ন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা সকলেরই আবশ্যক।


বিশ্বায়নের বৈশিষ্ট্য:

বিশ্বায়ন একটি বিশ্বাব্যাপী প্রক্রিয়া। এটি কোন দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ নয়। নিম্নে বিশ্বায়নের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:

v অর্থনৈতিক ব্যবস্থার আন্তর্জাতিক পরিচালন;

v তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ ও এর সুবিধা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া;

v বিশ্ব রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধিকরণ;

v সম্পদের স্থানান্তরের মাধ্যমে পুঁজি, অর্থ ও সম্পদের এক স্থান হতে অন্য স্থানে চলাচল সম্প্রসারিতকরণ।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।