ধর্ম ও নৈতিকতা বলতে কী বুঝায়?
ধর্ম বলতে আমরা কী বুঝি ?
ধর্ম (Religion):
ধর্ম হলো একটি মূল্যবোধ, যা তাকে একটি নির্ধারিত আদর্শের দিকে পরিচালিত করে।
অন্য কথায়, ধর্ম হলো একজন মানুষের নৈতিকতা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমন্বিত একটি মূল্যবোধ, যা তাকে একটি নির্ধারিত নীতি, আদর্শ ও আদর্শমান অনুযায়ী পরিচালিত জীবনাচরণ অনুশীলনে উৎসাহিত করে।
নৈতিকতা দ্বারা মূলত কী বুঝায় ?
নৈতিকতা (Morality):
সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে গঠিত এমন মানদন্ড যা একজন ব্যক্তিকে মানুষসহ সকল জীবের কল্যাণকর কাজ করতে উদ্বুদ্ধ করে, তাই হলো নৈতিকতা।
ধর্ম ও নৈতিকতার সম্পর্ক
নৈতিক গুণাবলি মানুষসহ সকল জীবের কল্যাণ সাধনের সাথে জড়িত। অন্যদিকে আধ্যাত্মিক গুণাবলি হলো নিজের আধিভৌতিক উন্নতি সাধন তথা উচ্চতর মননশীল চেতনা এবং অভ্যন্তরীন শক্তি অর্জনের জন্য হৃদয়ের নির্দেশনা অনুসারে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের এক নিগূঢ় প্রচেষ্টা। এছাড়া সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস, সকল ধর্র্মাবলম্বীদের প্রতি ভাতৃত্ববোধে উদ্দীপ্ত হয়ে শ্রদ্ধাশীল থাকা এবং নিজ নিজ ধর্ম প্রবর্তকের আদর্শ ও ধর্মীয় অনুশাসন মেনে চলা-এই বিষয়গুলি আমাদের শিক্ষাক্রমের অনুশাসন যা, সকল ধর্ম বিশ্বাস এবং প্রণীত পাঠ্য পুস্তকে প্রতিফলিত হয়েছে।
আমাদের সমাজে প্রচলিত প্রধান ধর্ম বিশ্বাসসমূহ কী কী?
আমাদের দেশে প্রচলিত ধর্ম বিশ্বাস হলো প্রধানত চারটি:
১) ইসলাম ধর্ম,
২) হিন্দু ধর্ম,
৩) খ্রিষ্টান ধর্ম, এবং
৪) বৌদ্ধ ধর্ম।
শিক্ষাক্রম-২০২১ অনুসারে ধর্ম ও নৈতিকতা বিষয়ের শিখনক্ষেত্রঃ
৮.মূল্যবোধ ও নৈতিকতাঃ
নিজ নিজ ধর্মসহ সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করে সততা, ন্যায়পরায়ণতা, সহযোগিতা, সহমর্মিতা ব্যক্তিস্বাধীনতা, বৈচিত্র্যের প্রতি সম্মান, শুদ্ধাচার, সাংস্কৃতিক নীতিবোধ, মানবিকতাবোধ, মানুষ-প্রকৃতি-পৃথিবীর প্রতি ভালোবাসা ইত্যাদি মূল্যবোধের গুরুত্ব জেনে তা চচার্র মাধ্যমে একটি নিরাপদ ও অসাম্প্রদায়িক পৃথিবী সৃষ্টির লক্ষ্যে কাজ করার যোগ্যতা অর্জন করা ।
মতামত দিন