শিক্ষক যোগ্যতা কাকে বলে? একুশ শতকের শিক্ষকের ১০টি যোগ্যতা

শিক্ষক যোগ্যতা কাকে বলে? একুশ শতকের শিক্ষকের ১০টি যোগ্যতা


শিক্ষক যোগ্যতা কাকে বলে?

শিক্ষকের জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতাভিত্তিক কাজ করার সু-অভ্যাস এবং কিছু আচরণিক বৈশিষ্ট্যের সমন্বয় করার ক্ষমতাকে শিক্ষক যোগ্যতা বলা হয়। অর্থাৎ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা/অনুভূতি সমন্বয় করে বাস্তবে প্রয়োগ করতে পারার ক্ষমতাকেই শিক্ষক যোগ্যতা বলে। একুশ শতকের প্রত্যেক শিক্ষকের এই যোগ্যতা থাকা উচিত।

 

১.৪.২ একুশ শতকের শিক্ষকের ১০টি যোগ্যতা উল্লেখ করুন।

একুশ শতকের শিক্ষকের ১০টি যোগ্যতা:

১. আইসিটি-এর ব্যবহার (কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল কন্টেন্ট তৈরি ইত্যাদি)

২. সৃজনশীলতা

৩. যোগাযোগ দক্ষতা

৪. কারিকুলাম বা সিলেবাস বাস্তবায়ন

৫. বিষয়বস্তু সঠিকভাবে উপস্থাপন

৬. পাঠদান পদ্ধতি প্রয়োগ দক্ষতা

৭. সহায়তাকারী (The Collaborator)

৮. অভিযোজন ক্ষমতাসম্পন্ন (The Adapter)

৯. অনলাইন/অফলাইন স্টিকি নোট ব্যবহার করা ইত্যাদি।

১০. সহমর্মিতা ও সহানুভূতি (Empathy and Sympathy) সম্পন্ন

১১. ষষ্ঠ ইন্দ্রিয়ের ব্যবহার

১২. যুযোপযোগী (আপডেটেড)

১৩. মূল্যায়ন ও ফলাবর্তন দক্ষতা

১৪. নির্দেশক (Instructor)

১৫. মেন্টর

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।