Foods for the brain development
মস্তিষ্কের খাবার কী?
মস্তিষ্কের জন্য কী আসলেই খাবার প্রয়োজন? গবেষণায় দেখা গেছে যে আসলেই মস্তিষ্ক বা ব্রেন ভাল রাখার জন্য কিছু খাবার বিদ্যমান আছে। অর্থাৎ যে সকল খাদ্য বা খাবার মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব রাখে এমন সকল খাবারই হল মস্তিষ্কের খাবার (Brain Food)। আজকের আলোচনায় আমরা এমন কিছু খাবার সম্পর্কে জানতে যাচ্ছি যেগুলো নিয়মিত পরিমাণমতো গ্রহণ করলে সত্যিকারভাবেই আপনার মন ও মস্তিষ্ক সতেজ থাকবে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং কোনকিছু মনে রাখতে সাহায্য করবে।