Lesson Plan: Sample Lesson Plan of Bangladesh and Global Studies
পাঠ পরিকল্পনা: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নমুনা পাঠ পরিকল্পনা
পাঠ-পরিকল্পনা কী?
যে কোন কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য শুরু করার পূর্বেই কাজটি কীভাবে করা হবে, কী কী পদ্ধতি ও কৌশল অবলম্বন করা হবে, কতটুকু সময় নিয়ে করা হবে, কী কী উপকরণ ব্যবহার করা হবে এবং কীভাবে মূল্যায়ন করা হবে তার একটি রূপরেখা প্রণয়ন করতে হয়। এই রূপরেখাই হলো পাঠ পরিকল্পনা।
পাঠ-পরিকল্পনার প্রয়োজনীয়তা
- শিক্ষক শ্রেণি পাঠ পরিচালনার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
- শিক্ষার্থীদেও পাঠের শিখনফল অর্জন করানো সম্ভব হয়।
- শিখন শেখানো কার্যক্রম আনন্দদায়ক, ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী হয়।
- সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
- ধারাবাহিকভাবে শ্রেণি পাঠ পরিচালনা করা যায়।
- উপকরণ তৈরি ও সংগ্রহ করা যায়।
- কাজ অনুযায়ী সময় নির্ধারণ করা যায়।
পাঠ উপস্থাপনের পূর্বে শিক্ষকের প্রস্তুতি :
- পাঠ পরিকল্পনা প্রণয়ন
- বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
- পদ্ধতি/কৌশল নির্ধারণ
- পাঠের বিষয়বস্তু জানার জন্য পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা, শিক্ষক সংস্করণ, তথ্যপুস্তিকা ইত্যাদি পড়া
- প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ/তৈরি
- মানসিক প্রস্তুতি
- অভীক্ষা প্রণয়ন
- মূল্যায়ন কৌশল নির্ধারণ
- প্রয়োজনীয় নিরাময় প্রদান।