উপাসনা ও নিত্যকর্ম

উপাসনা ও নিত্যকর্ম

উপাসনা কী ও কয় প্রকার লিখুন।

উপাসনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা। একাগ্রচিত্তে ঈশ্বরকে ডাকা। ঈশ্বরের আরাধনা করা। উপাসনা ধর্মপালনের অন্যতম প্রধান অঙ্গ। ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব-স্তুতি, প্রার্থনা প্রভৃতি উপায়ে উপাসনা করা হয়। ঈশ্বরের সান্নিধ্য উপাসনার মাধ্যমে অর্জিত হতে পারে। ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারলেই জীব মুক্তি বা মোক্ষ লাভ হয়।

উপাসনা ২ প্রকার। যথা:

১) সাকার উপাসনা এবং

২) নিরাকার উপাসনা।

নিত্যকর্ম কী? নিত্যকর্মকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী?

নিত্যকর্ম ধর্মচর্চার একটি অঙ্গ। নিত্যকর্ম হলো প্রতিদিনের নিয়মিত কাজ। ধর্মচর্চা করার জন্য শরীর ও মন সুস্থ রাখতে হয়। নিত্যকর্মের ফলে শরীর ও মন সুস্থ থাকে। শাস্ত্র অনুসারে নিত্যকর্মের ক্ষেত্রে কর্ম সময়ের বিভাজন করা হয়েছে।

নিত্যকর্ম ছয় ভাগে বিভক্ত। যথা:

১. প্রাতঃকৃত্য, ২. পূর্বাহ্ণকৃত্য, ৩. মধ্যাহ্নকৃত্য, ৪. অপরাহ্ণকৃত্য, ৫. সায়াহ্নকৃত্য ও ৬. রাত্রিকৃত্য।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।