হিন্দু ধর্ম : এর বৈশিষ্ট্য, বিশ্বাস ও স্তরবিন্যাস

হিন্দু ধর্ম : এর বৈশিষ্ট্য, বিশ্বাস ও স্তরবিন্যাস

ক্লাসের আলোচ্য বিষয়:

v   হিন্দু শব্দটির উৎপত্তি লিখুন।

v   হিন্দু ধর্মের সাধারণ বৈশিষ্ট্য কী কী?

v   হিন্দু ধর্মের ৫টি আচার অনুষ্ঠানের নাম লিখুন।

v   হিন্দু ধর্মের উল্লেখযোগ্য কয়েকটি বিশ্বাস লিখুন।

v   হিন্দু ধর্মের জীবনের স্তরবিন্যাস লিখুন?

হিন্দু শব্দটির উৎপত্তি লিখুন।

হিন্দু শব্দের উৎপত্তি পারসিকদের দ্বারা। সিন্ধু ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক নদীর নাম ঋগ্বেদে সিন্ধু নদের স্তুতি করা হয়েছে। পরবর্তীকালের আরবি সাহিত্যেও আল-হিন্দ শব্দটির মাধ্যমে সিন্ধু নদ অববাহিকায় বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে।

মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ জয় করার পর সিন্ধুর স্থলে হিন্দু শব্দটি ব্যাপক প্রসার লাভ করে। ত্রয়োদশ শতাব্দীতে ভারতের নামের সমার্থক শব্দ হিসেবে হিন্দুস্তান বা হিন্দুস্থান শব্দটির উৎপত্তি হয়। প্রাচীন পারস্য ভাষায় হপ্তহিন্দু কথাটি আছে।এই হপ্তহিন্দুই বেদের সপ্ত সিন্ধু। প্রাচীন পারসিকরা উচ্চারণ করতে পারতেন না, তাদের ভাষায় এর উচ্চারণ । এজন্য তারা সোমকে হোম, সিন্ধুকে হিন্দু, সপ্তকে হপ্ত, স্বর্গকে হ্বর বলতেন, তারাই পূর্বস্মৃতিকে স্মারক সম্মান দিয়ে সিন্ধু নদ হতে সমুদ্র পর্যন্ত মূল ভূখণ্ডের অধিবাসী অর্থাৎ আমাদের হিন্দু বলতেন। পারসিক ভাষাতে হিন্দু শব্দের কোন বিকৃত অর্থ নেই।

হিন্দু ধর্মের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখুন।

হিন্দু ধর্মের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নরূপঃ

ü   ঈশ্বরে বিশ্বাস,

ü   বেদের অপৌরুষেয়তা,

ü   জন্মান্তর ও কর্মফল,

ü   অবতারবাদ,

ü   জীব সেবা,

ü   পরস্পর বিরোধী বিশ্বাসের সহাবস্থান।

হিন্দু ধর্মের ৫টি আচার অনুষ্ঠানের নাম লিখুন।

হিন্দু ধর্মে বিভিন্ন ধরণের আচার অনুষ্ঠান রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

১. উপাসনা,

২. যজ্ঞ,

৩.পূজা,

৪. কীর্তন,

৫. তীর্থভ্রমণ প্রভৃতি।

হিন্দু ধর্মের উল্লেখযোগ্য কয়েকটি বিশ্বাস লিখুন।

হিন্দু ধর্ম বিভিন্ন ধরণের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এগুলোর মধ্যে কয়েকটি বিশ্বাস নিম্নে উল্লেখ করা হলো:

১. পুনর্জন্ম মতবাদে বিশ্বাস,

২. অদ্বৈতবাদ,

৩. কর্মবাদে বিশ্বাস,

৪. অধ্যাত্মিকতায় বিশ্বাস,

৫. ঈশ্বরের প্রতি বিভিন্নধর্মী বিশ্বাস,

৬. বেদে অকুণ্ঠ বিশ্বাস,

৭. ভিন্ন ধারার একেশ্বরবাদ,

৮. বর্ণশ্রমে বিশ্বাস।

হিন্দু ধর্মের জীবনের স্তরবিন্যাস লিখুন?

হিন্দু ধর্ম বিশ্বাস করে, মানুষের জীবনের স্তর চারটি। যেমন-

ক. ব্রহ্মচর্য: এ স্তর জন্ম থেকে ২৫ বছরকাল পর্যন্ত। এ স্তরে মানুষ লেখাপড়া ও জ্ঞানার্জনে নিয়োজিত থাকবে।

খ. গার্হস্থ্য: এই স্তরের স্থায়ীত্ব কাল হলো ২৫ থেকে ৫০ বছর পর্যন্ত। এ সময়ে সংসার ধর্ম পালন করবে।

গ. বানপ্রস্থ: এ স্তর ৫০ থেকে ৭৫ বছর পর্যন্ত। এই সময়ে মানুষ তৃতীয় আশ্রম তথা নির্জনবাসে ঈশ্বরের ধ্যানমগ্ন থাকবে।

ঘ. সন্ন্যাস: এ স্তর ৭৫ বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এ সময়ে মানুষ সংসার থেকে সম্পর্কচ্ছেদ করে ঈশ্বর লাভে জপ-তপ করবে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।