শিশু বিকাশের স্তর বা পর্যায়

শিশু বিকাশের স্তর বা পর্যায়সমূহের বর্ণনা দিন।

জন্মপরবর্তী শিশুর বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা পার্থক্য থাকলেও পৃথিবীর সকল দেশের শিশুরা প্রাকৃতিক নিয়মে ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকে। শিশুরা একটি নির্দিষ্ট বয়সে বসে, দাড়ায়, হাঁটে, কথা বলে। এর ব্যতিক্রমও ঘটে, তবে তা খুবই কম। তাদের এই বৃদ্ধি ও বিকাশ প্রায় ১৮ বছর বয়স পর্যন্ত ঘটে। পূর্বের স্তর পার না করে সাধারণত শিশু পরবর্তী স্তরে প্রবেশ করতে পারে না। যেমন- কোনো শিশু হাঁটা না শিখে দৌঁড়াতে পারে না, বা বলা যায় হাঁটা ভালোভাবে না শিখে কেউ ভালোভাবে দৌঁড়াতে পারে না।

শিশু বিকাশের বিভিন্ন স্তর বা পর্যায় নিম্নে তুলে ধরা হলো:

১. গর্ভকাল (Intra-uterine embryo and fetus): গর্ভধারণ থেকে জন্মপূর্ব মূহুর্ত পর্যন্ত,

২. নবজাতক (Infancy): জন্মপরবর্তী ২সপ্তাহ,

৩. প্রাকশৈশব (Toddler or Babyhood): ২ সপ্তাহ থেকে ২ বছর,

৪. বাল্যকাল (Early Childhood): ২ থেকে ৫ বছর,

৫. বাল্যকাল (Late Childhood): ৬ বছর থেকে ১০/১১ বছর,

৬. বয়ঃসন্ধিকাল বা কৈশোর (Puberty or Pre-adolescent period): ১০/১১ বছর থেকে ১৩/১৪ বছর,

৭. তরুন বয়স (adolescent period): ১৩/১৪-১৮ বছর।

গর্ভকাল কী?

গর্ভধারণ থেকে জন্মপূর্ব মূহুর্ত পর্যন্ত সময়কাল হলো গর্ভকাল। শিশু ভূমিষ্ট হবার মধ্য দিয়ে এ পর্যায়ের সমাপ্তি ঘটে। এ পর্যায়ে বংশগতসূত্রে পাওয়া সহজাত গুণাবলী সঞ্চালিত হয়, যা পরবর্তী জীবন বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে, ছেলে না মেয়ে হবে তা নির্ধারিত হয়ে যায়। মানব জীবনের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও দ্রুত বিকাশ ঘটে এ স্তরে মাত্র নয় মাসে একটি কোষ ক্রমাগত বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। শিশুর শারীরিক ও জ্ঞানীয় বিকাশ শুরু হয় জন্মের পূর্ব থেকে এবং সামাজিক বিকাশ শুরু দেড় মাস বয়স থেকে সামাজিক হাসির মাধ্যমে। এরপর থেকে শিশু যতবেশী মানুষ, প্রানী এবং বস্তুর সান্নিধ্যে আসে সামাজিকতা ততই বাড়তে থাকে।

গর্ভকালে শিশুর বিকাশের ধাপগুলো কী কী?

গর্ভধারণের পর থেকে জন্মপ্রহণ পর্যন্ত সময়কালকে গর্ভকাল বা প্রি-নেটাল পিরিয়ড বলা হয়। অর্থাৎ গর্ভধারণের মূহুর্ত থেকে এ পর্যায়ের শুর হয় এবং ভূমিষ্ঠ হবার সাথে সাথে এর সমাপ্তি ঘটে। মাতৃগর্ভে যখন থেকে মানব শিশুর ভ্রুণ জন্ম হয় তখন থেকে ৯মাস বা ২৮০ দিন পর্যন্ত এই ধাপ বিস্তৃত। এ সময়ে শিশু ৪টি ধাপে বেড়ে উঠে। সেগুলো হলো:

১. কনসেপশন স্টেজ (Conception Stage)

২. জার্মিনাল স্টেজ (Germinal Stage)

৩. এমব্রায়োনিক স্টেজ (Embryonic Stage)

৪. ফেটাল স্টেজ (Fetal Stage)



মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।