প্রেজেন্টেশন সফটওয়্যার কি? শিক্ষাক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যার

প্রেজেন্টেশন সফটওয়্যার কি? শিক্ষাক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যার

প্রেজেন্টেশন সফটওয়্যার কি?
MS Ofice এর গুরুত্ব পূর্ণ অংশ হল Microsoft Power point । একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। যেমন- বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন প্রদর্শনী, সভাসমিতি কনফারেন্স সেমিনার ইত্যাদি জায়গার কোন বিষয় বস্তুর উপর বক্তা তার মতামত দর্শক ও শ্রোতাদের কাছে উপস্থাপন করে থাকেন। কিন্তু বক্তার অনুপস্থিতে দর্শক ও শ্রোতারদের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা তার বিষয় বস্তুতে বিভিন্ন লেখা, ছবি, সাউন্ড, গ্রাফ ইত্যাদি ব্যবহার করেন। তারপর Projector এর মাধ্যমে সেগুলি দর্শকের সামনে তুলে ধরেন।  আর এই সমস্ত কাজ পাওয়ার পয়েন্টে সহজে করা যায়। এছারা এরকম অনেক কাজ পাওয়ার পয়েন্টে করা যায়। 

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেজেনন্টেশন সফটওয়্যার নাম লিখুন। শিক্ষাক্ষেত্রে এই সফটওয়্যারের সুবিধা লিখুন।
বর্তমানে বেশ কিছু প্রেজেন্টেশন সফটওয়্যার বাজারে এসেছে। এগুলোর মধ্যে এম.এস পাওয়ারপয়েন্ট সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সফটওয়্যার। পাওয়ারপয়েন্ট ছাড়া অন্য সফটওয়্যারগুলো তেমন সাড়া পায়নি এমনকি অনেকে এগুলোর নামও জানেন না। 
কয়েকটি প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম উল্লেখ করা হলো:
১. এম.এস পাওয়ার পয়েন্ট (PowerPoint)
২. প্রেজি (Prezi): বেশকিছু সুবিধা আছে; মাল্টিপল ডিভাইসে ব্যবহার, দলে স্লাইড তৈরি, ক্লাউড ও ওয়েব বেইজড, অফলাইন।
৩. কাস্টম-শো (CustomShow): ডেস্টটপ ও আইপড, স্লাইড লাইব্রেরি, ক্লাউড ও ওয়েব বেইজড প্রেজেন্টেশেন।
৪. ক্লিয়ার-স্লাইড (ClearSlide): ক্লাউড ও ওয়েব বেইজড, সব ধরণের ফরমেটের ব্যবহার করা যায়।
৫. ক্যানভা (Canva): হাজারো টেমপ্লেট, ব্রাউজারেই প্রেজেন্টেশন তৈরি, সরাসরি শেয়ার করা যায়।
৬. স্লাইডস
৭. গুগল স্লাইড
৮. স্লাইড ডগ
৯. পোলারিস অফিস (সকল প্লাটফর্ম উপযোগী)
১০. মাইক্রোসফট সোয়ে (উইন্ডোজ ফোনের উপযোগী)

শিক্ষাক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের সুবিধা
একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation ) করা যায়।
বিষয়গুলি আলাদা আলাদা স্লাইড ( Slide )  এ লেখা যায়।
স্লাইড এর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Design (ডিজাইন) দেওয়া যায়।
স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়।
স্লাইড গুলি একত্রে একটি ফাইলে (File) এ store করা যায়।
স্লাইড গুলি প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়।
Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
Slide  গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়।
Projector এর সাহায্যে slide show করিয়ে কোন বিষয় উপস্থাপন করা যায়।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।