শিল্পকলা

ধন ধান্য পুস্প ভরা গানের মূলভাব, লিরিক্স ও ভিডিও

ধন ধান্য পুস্প ভরা গানের মূলভাব, লিরিক্স ও ভিডিও

‘ধন ধান্য পুস্প ভরা’ গানটিতে মাতৃভুমির প্রতি যে মমত্ববোধ ফুটে উঠেছে তা ব্যখ্যা করুন।

কাব্যগীতি ধারার সুবিখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায় ‘ধন ধান্য পুস্প ভরা’ গানটি বাংলা রচনা করেছেন। দেশাত্মবোধক গানের অনন্য উজ্জ্বল নক্ষত্র হলো এই গানটি যেকারণে এটি বাংলাদেশের জাতীয় গীতি। গানটিতে মাতৃভুমির প্রতি যে মমত্ববোধ ফুটে উঠেছে তা নিম্নে বর্ণনা করা হলো:

  • ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’ কথাটির মধ্যে প্রায় প্রতিটি শব্দেই দেশের প্রতি অসাধারণ মমত্ব লক্ষ্য করা যায়।
  • ‘স্বপ দিয়ে তৈরি’, ‘স্মৃতি দিয়ে ঘেরা’ এরকম অসাধারণ কিছু উপমার ব্যবহারে দেশের প্রতি যে আবেগ তা ফুটে উঠেছে।
  • পাখির ডাগে ঘুম থেকে জেগে উঠার মতো দেশ আর কোথাও নেই।
  • স্নিগ্ধ নদী, ধূম্র পাহাড় এবং ধানের উপর বাতাসের ঢেউ খেলে যাওয়া-এ রকম মন জুড়ানো শব্দ চয়নে মূখরিত যেন গানের প্রতিটি লাইন।
  • গানটি সমস্বরে গাওয়ার সময় প্রতিটি বাঙালির মধ্যে কী অব্যক্ত শিহরণ জাগরিত হয়, তা কেবল বাঙালি মাত্রই উপলব্ধি করতে পারেন।
  • পরিশেষে বলা যায় যে, গানটিতে ফুল-ফল, পাহাড়-নদী, মাঠ-ঘাট ইত্যাদি প্রাকৃতিক শোভার পাশাপাশি দেশপ্রেম ও গৌরব যেন আমাদের হৃদয়কে স্পর্শ করতে বারংবার সক্ষম হয়।
ধন ধান্য পুস্প ভরা গানের লিরিক্স
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।