শিশুতোষ গল্প: ছোট লাল মুরগিটি

শিশুতোষ গল্প: ছোট লাল মুরগিটি

একদিন এক ছোট্ট লাল মুরগি মাঠের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাৎ সে মাঠের মধ্যে কিছু গমের দানা দেখতে পেল।

গমের দানাগুলো কুড়িয়ে নিয়ে সে বুনতে রওয়ানা হলো। পথে কুকুরের সঙ্গে দেখা। সে কুকুরকে বলল; তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে?

কুকুর বলল, না, আমার সময় নেই।

লাল মুরগি গমের দানা নিয়ে এগিয়ে চলল। এবার তার বেড়ালের সঙ্গে দেখা হলো। সে বেড়ালকে বলল, তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে?

বেড়াল বলল, না.. না.. আমি ব্যস্ত।

তারপরতার গররু সঙ্গেদেখা। গরুকে  জিজ্ঞেস করতেই গরু বলল আমার অনেক কাজ আমি সাহায্য করতে পারব না।

ছোট লাল মুরগিটি তখন নিজেই সেই গম বুনল।

কদিন পর ক্ষেতে অনেক গম হলো। এবারও লাল মুরগি কুকুর, বিড়াল ও গরুকে বলল, তোমরা কি আমাকে ক্ষেত থেকে গম কেটে আনতে সাহায্য করবে?

কুকুর বলল, না। বেড়াল বলল, না। গরুও বলল, না।

তখন লাল মুরগি নিজেই ক্ষেতে গিয়ে সেই গম কাটল।

এবার গম পিষে আটা বানানোর পালা। লাল মুরগি আবারো কুকুর বিড়াল এবং গরুকে জিজ্ঞেস করল; তোমরা কি আমাকে গমের দানা পিষে আটা বানাতে সাহায্য করবে?

কুকুর বলল, না.. না.. আমার অনেক কাজ। বেড়াল বলল, না.. না.. আমি বাজারে যাচ্ছি। গরু বলল, আমি মাঠে যাচ্ছি, আমার একদম সময় নেই।

ছোট লাল মুরগি একা একাই আটা তৈরি করল।

রুটি বানানোর সময়ও ছোট লাল মুরগি তাদের সহায়তা চাইল,

কুকুর বলল, না। বিড়াল বলল, না। গরুও বলল, না। লাল মুরগি রুটি বানালো নিজে নিজেই।

ছোট লাল মুরগি সবশেষে কুকুর, বেড়াল ও গরুকে জিজ্ঞেস করল, তোমরা কি রুটি খেতে আমাকে সাহায্য করবে?

এবার সঙ্গে সঙ্গেই কুকুর বলল, হ্যাঁ... নিশ্চয়ই! 

বেড়াল বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করব। গরু বলল, হ্যাঁ হ্যাঁ আমিও করব।

তখন ছোট লাল মুরগিটি বলল, না, তা হচ্ছে না। তোমরা কাজের সময় কেউ আসনি। তাই এবার আমি আমার তিন ছানাকে নিয়ে মজা করে রুটি খাব।

এরপর লাল মুরগিটি তার তিন ছানাকে নিয়ে রুটি খেতে বসল।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।