প্রাক-প্রাথমিক

শিশুতোষ জনপ্রিয় ৭টি ছড়া গান

শিশুতোষ ৭টি ছড়া গান
Kids Song for Pre-Primary, Nursery and Kindergarten

গান-১

ঝড় এলো এলো ঝড়

আম পড় আম পড়

কাঁচা আম পাকা আম

টক টক মিষ্টি

এই যা! এলা বুঝি বৃষ্টি ।।


গান-২

মাথা, কাঁধ

হাটু ও পায়ের পাতা, হাঁটু ও পায়ের পাতা ।

চোখ আর কান আর মুখ আর নাক ।

মাথা, কাঁধ

হাটু ও পায়ের পাতা, হাঁটু ও পায়ের পাতা ।

চোখ আর কান আর মুখ আর নাক ।


গান-৩

লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না

চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না

জেদ বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই

মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই 

বাটা ভরা পান দেব মান কেন যায় না

লাল ঝুঁটি কাকাতুয়া ------


গান-৪

আয় আয় চাঁদ মামা 

টিপ দিয়ে যা,

চাঁদের কপালে চাঁদ 

টিপ দিয়ে যা ।

ধান ভানলে কুড়ো দেব,

মাছ কাটলে মুড়ো দেব,

কালো গাইয়ের দুধ দেব,

দুধ খাবার বাটি দেব

চাঁদের কপালে চাঁদ 

টিপ দিয়ে যা ।


গান-৫

এমন মজা হয় না গায়ে সোনার গয়না

বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা

আজকে বুবুর মুখে হাসি কালকে বুবুর বিয়ে

বর আসবে পালকি চড়ে বকুল তলা দিয়ে

বর আসতে দেব না, বুবুর কাছে নেব না

ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা

এমন মজা হয় না…….।


গান-৬

আমাদের দেশটা স্বপ্নপুরী

সাথী মোদের ফুলপরী।

লালপরী নীলপরী নীলপরী লালপরী

সবার সাথে ভাব করি

সবার সাথে ভাব করি

আমাদের দেশটা.

এইখানে মিথ্যা কথা কেউ বলে না

এইখানে অসৎ পথে কেউ চলে না

নেই কোন মিথ্যা অপমান

ছোট বড় সবাই সমান

ভালবাসা দিয়ে জীবন গড়িজীবন গড়ি।


গান-৭ : আমরা সবাই রাজা

আমরা সবাই রাজা

আমরা সবাই রাজা

আমাদের এই রাজার রাজত্বে

নইলে মোদের রাজার সনে 

মিলব কি সত্বে

আমরা সবাই রাজা. ।

আমরা যা খুশি তাই করি,

তবু তার খুশিতে চরি (২)

আমরা নই বাধা নই

দাসের রাজার ত্রাসের দাসত্বে

নইলে মোদের……..।

রাজা সবারে দেন মান,

সে মান আপনি ফিরে পান (২)

মোদের খাটো করে 

রাখে না কেউ কোন অসত্যে

নইলে মোদের ………

আমরা সবাই রাজা……

আমরা চলব আপনা মতে,

শেষে মিলব তারি সাথে

আমরা মরব না কেউ

বিফলতার বিষম আবর্তে

নইলে মোদের ……….

আমরা সবাই রাজা ।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।