লগ বই কী? লগ বই কীভাবে লিখবেন?
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary Teachers Training
লগ বই কী? লগ বই কীভাবে লিখবেন?
Log
Book: How to write?
লগ বুক কী?
লগ বুক হলো বিদ্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ।
প্রতিদিনের কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কিত রেজিস্টারকেই মূলত লগ বই (log book) বলা যেতে পারে। ডিপিএড কোর্সে প্রশিক্ষণ বিদ্যালয় ও নিজ বিদ্যালয়ে কাজ
করার সময় সমাবেশ থেকে শুরু করে বিদ্যালয় ত্যাগ করার পূর্ব পর্যন্ত সকল কর্মকান্ড
একটি রেজিস্টারে (লগ বুক) এর নির্ধারিত ছকে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করাই হলো লগ
বইয়ের মূল উদ্দেশ্য। লগ বুক দেখে খুব সহজেই একজন পর্যবেক্ষক উক্ত শিক্ষকের যাবতীয়
কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে পারেন।
লগ বই কখন লিখতে হয়?
প্রশিক্ষণ বিদ্যালয়ে অনুশীলনের সময় শিক্ষার্থীকে
প্রতিদিন লগ বই পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
প্রতিদিনের রুটিন অনুসারে কাজগুলো করা হয়েছে তা নিশ্চিত করে স্বাক্ষর করবেন।
প্রতিটি বিদ্যালয় অনুশীলন কার্যক্রম সমাপ্ত হওয়ার পর অর্থাৎ তিন সপ্তাহ অথবা দুই
সপ্তাহ ধরে অনুশীলন কার্যক্রম সমাপ্ত হওয়ার পর সংশ্লিষ্ট ইনস্ট্রাক্টর লগ বই
পরীক্ষা করে তা স্বাক্ষর করবেন। চতুর্থ টার্মে নিজ বিদ্যালয়ে অনুশীলনের সময়
একইভাবে প্রধান শিক্ষক প্রতি কর্মদিবসে শিক্ষার্থীর সম্পাদিত কাজ সম্পর্কে মন্তব্য
লিখে তা স্বাক্ষর করবেন। পিটিআই শিক্ষার্থীর অন্যতম দায়িত্ব হলো লগ বইতে প্রতিদিন
প্রধান শিক্ষকের স্বাক্ষর নেয়া।
চতুর্থ টার্মে প্রতি ২ মাস অন্তর ইউআরসিতে পিটিআই
শিক্ষার্থীর কার্যক্রম মনিটর করার সময় লগবই নিয়মিত এবং প্রতিদিন লেখা হয়েছে
কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে ইনস্ট্রাক্টর স্বাক্ষর করবেন। পিটিআই শিক্ষার্থী
ছুটিতে থাকলেও ‘ছুটি’ লিখে
প্রধান শিক্ষককে স্বাক্ষর করতে হবে। লগবই হিসেবে একটি রেজিস্টার খাতা ব্যবহার করলে
ভালো হয়। একটি মাঝারি আকারের রেজিস্টার খাতা কিনে সে খাতায় ১৬ সপ্তাহের কর্মদিবসগুলোতে
নির্ধারিত সারণি ব্যবহার করে প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ দৈনিক কার্যক্রম রেকর্ড করতে
হবে।
লগ বই কীভাবে লিখবেন?
লগ বই (নমুনা):
|
তারিখ ও বার |
শিক্ষার্থী কাজের বিবরণ |
প্রধান শিক্ষকের |
|
৩০/০৯/২৪
|
সকাল: ৯.০০ টা > বিদ্যালয়ে উপস্থিত |
----------- |
|
০১/১০/২৪
|
সকাল: ৯.০০ টা > বিদ্যালয়ে উপস্থিত |
বেইসলাইন টুলস ব্যবহার করে |
|
০২/১০/২৪
|
সকাল: ৯.০০ টা > বিদ্যালয়ে উপস্থিত |
--------------------- |
|
০৩/১০/২৪
|
সকাল: ৯.০০ টা > বিদ্যালয়ে উপস্থিত |
--------------------- |
লগ বই লেখার নমুনা ছক
বি.দ্র: ছকটি অনুসরণ করে আপনি যেদিন যে যে কাজ করবেন
তার তালিকা আকারে তারিখ, বার ও সময় উল্লেখপূর্বক লিখবেন
তাহলেই চলবে। আর প্রতি সপ্তাহে অন্তত দুইবার প্রশিক্ষণ
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মন্তব্যসহ সাক্ষর নিলেই চলবে।
মতামত দিন