বাংলাদেশের জাতীয় পতাকার মাপ, অংকন পদ্ধতি ও ব্যবহারের নিয়ম

বাংলাদেশের জাতীয় পতাকার মাপ, অংকন পদ্ধতি ও ব্যবহারের নিয়ম

বাংলাদেশের জাতীয় পতাকার মাপ

বাংলাদেশের জাতীয় পতার রং গাঢ় সবুজ ও গাঢ় লাল। জাতীয় পতাকা আয়তাকার যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ১০:৬। আর মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ।

জাতীয় পতাকার আদর্শ মাপ হচ্ছে ১০:৬। অর্থাৎ পতাকাটির দৈর্ঘ্য যদি ১০ ইঞ্চি হয় তবে প্রস্থ হবে ৬ ইঞ্চি। তবে যদি কেউ মিটার/ফুট/ইঞ্চি/সেন্টিমিটারে তৈরি করতে চায় সেক্ষেত্রে আনুপাতিক হার সঠিক রেখে তা করতে হবে। 

বাংলাদেশের জাতীয় পতাকা অংকনের নিয়ম

১। প্রথমে ১০ ইঞ্চি লম্বা অনুপাতে প্রস্থ হবে ৬ ইঞ্চি প্রস্থের একটি আয়তক্ষেত্র আঁকতে হবে।

২। এরপর দৈর্ঘ্যের ১০ অনুপাতকে সমান বিশ ভাগে ভাগ করতে হবে। তাহলে বাম দিক থেকে সাড়ে চার অনুপাতে একটা লম্বা আঁকতে হবে। আমরা যেহেতু ১০ ইঞ্চি দৈর্ঘ্য নিয়েছি সেজন্য বাম দিক থেকে ৪.৫ ইঞ্চি প্রস্থ বরাবর একটি লম্ব টানতে হবে।

৩। এরপর দৈর্ঘ্য বরাবর একটি রেখা আঁকতে হবে যাতে প্রস্থকে সমান দুইভাগে ভাগ করা যায়। আমাদের পতাকার প্রস্থ ৬ ইঞ্চি তাই আমরা ৩ ইঞ্চিতে দৈর্ঘ্য বরাবর একটি রেখা টানতে হবে।

৪। নতুন আঁকা দুটি রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো বৃত্তের কেন্দ্রবিন্দু। আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ হবে দৈর্ঘের ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ ১০:৬ ইঞ্চি আয়তনের পতাকার বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ইঞ্চি। এখন ২ ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে দুই রেখার ছেদবিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকতে হবে।

৫। পতাকা অঙ্কন হয়ে গেছে। এবার মাঝের দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর দাগ দু’টি মুছে দিতে হবে।

৬। সবশেষে পতাকাটির মাঝের বৃত্ত লাল আর বাইরের অংশ সবুজ রং করতে হবে।

বাংলাদেশের জাতীয় পতাকার ব্যবহার বিধি
  • জাতীয় পতাকা সঠিক রং ও মাপে তৈরি করতে হবে।
  • জাতীয় পতাকা কোন যানবহন, রেলগাড়ী বা নৌকার সামনে উড়ানো যাবে,কিন্তু পিছনে ওড়ানো যাবে না।
  • জাতীয় পতাকা যদি কোন মিছিলে বহন করা হয় তাহলে তা প্রথম সারির মাঝে বা ডান দিকে রাখতে হবে।
  • জাতীয় পতাকা মাটি, পানি বা মেঝেতে ফেলা যাবে না।
  • জাতীয় পতাকার ওপর কিছু লেখা বা মুদ্র্রণ করা যাবে না। এমন কি কোন অনুষ্ঠান উপলক্ষে কিছু আঁকা যাবে না।
  • নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানেই কেবল জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উড্ডীন রাখা যাবে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।