প্রাথমিক বিদ্যালয়ের মূলকাজ

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary Teachers Training

The main Function of primary school

প্রাথমিক বিদ্যালয়ের মূলকাজ

একীভূত ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের সাথে সম্পর্কিত সকল কাজই প্রাথমিক বিদ্যালয়ের কাজ। একীভূত শিক্ষার চারটি আবশ্যকীয় ধাপ-উপস্থিতি (presence), গ্রহণযোগ্যতা (acceptance), অংশগ্রহণ (participation) ও কৃতিত্ব (achievement) নিশ্চিত হলেই কেবল বলা স্কুল তার কাজ যথাযথভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছে।  তাই স্কুল বয়স উপযোগি সকল শিশুর ভর্তি পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষকগণ উপস্থিতদের সাদরে গ্রহণ করবেন, পাঠকেন্দ্রিক ও বহির্ভূত শিখন ও অনুশীলনে তাদের সহায়তা করবেন এবং ধারাবাহিক মূল্যায়নের আওতায় তাদের শিখন যাচাই, ফলাবর্তন ও নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করে প্রত্যাশিত কৃতিত্ব নিশ্চিত করতে ব্রতী হবেন।

প্রাথমিক বিদ্যালয়ের মূলকাজ হতে পারে নিম্নরূপ:

বিদ্যালয় গমনোপযোগী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাচক্র সমাপন করানো;

)  প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন;

সহশিক্ষাক্রমিক কার্যক্রম বাস্তবায়ন;

দিবস উদযাপন ও নির্বাহী আদেশ প্রতিপালন;

স্কুল কমিউনিটি, বিভিন্ন কমিটি সদস্য ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা;

৬) নির্ধারিত সময়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বিদ্যালয়;

৭) উপ-বৃত্তি প্রদান;

৮) বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন;

৯) কাবিং কার্যক্রম;

১০) হোম ভিজিট ইত্যাদি।

 বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মূল কথা হচ্ছে মৌলিক শিক্ষার চাহিদা পূরণ৷ তাই প্রাথমিক স্তরের শিক্ষক/শিক্ষিকার আচরণ যেন শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়কে আকর্ষণীয় করে তোলে সেদিকে নজর রাখতে হবে এবং শিক্ষাপদ্ধতি হবে শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক, চিত্তাকর্ষক, পঠনে আগ্রহ সৃষ্টির সহায়ক৷ সকল বিদ্যালয়ে শিক্ষাদান ও গ্রহণ এবং শিক্ষার্থীর সুরক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে৷ তাছাড়া শিক্ষা যেহেতু রাষ্ট্র বা সমাজের একক দায়িত্ব নয়, তাই বিদ্যালয়ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী ও জনগণের মধ্যে ব্যাপক মৈত্রী গড়ে তোলা প্রয়োজন।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।