বিটিপিটি

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)

School Management Committee (SMC)
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) কী?
SMC-School Managing Committee অর্থাৎ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) হলো বিদ্যালয়ে শিখন-শেখানো কর্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও কার্যকর করার জন্য একটি গুরুত্বপূর্ণ কমিটি।

বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিশুরা বিদ্যালয়ে শুধু লেখাপড়ার শিখতে আসে না, তারা লেখাপড়ার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, মতবিনিময় প্রভৃতি করে থাকে। একটি আদর্শ বিদ্যালয় শিশুর সার্বিকভাবে বেড়ে উঠতে অনন্য ভূমিকা পালন করে থাকে। শুধু একজন দক্ষ প্রধান শিক্ষক এবং দক্ষ সহকারী শিক্ষক কর্তৃক একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা সম্ভব নয়। সমাজের শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ না করলে বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রমের গুণগতমান বৃদ্ধি করা দুরূহ হয়ে পড়ে। তাই বিদ্যালয়ে শিখন-শেখানো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও কার্যকর করার জন্য সমাজের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)-এর মাধ্যমে বিদ্যালয় সমাজ সম্পৃক্ত হয়ে উঠে। তাছাড়া অভিভাবকগণ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হলে শিক্ষকগণের জবাবদিহিতাও নিশ্চিত হয়। এজন্য প্রতিটি বিদ্যালয়ে এসএমসি রয়েছে। এসএমসি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারলে বিদ্যালয়ের উন্নতি সাধন করা সহজ হয়। এসএমসির মাধ্যমে বিদ্যালয়ের প্রতি জনগণের অংশীদারিত্বমূলক মনোভাবের সৃষ্টি হয়। 

সর্বশেষ ০৬/০৯/২০১৯ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে সর্বমোট ১১ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। যা নিম্নরূপ:

কমিটি গঠন:
১.১বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সদস্য সচিব
১.২সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদোৎসাহী মহিলা অভিভাবক (নূন্যতম এসএসসি পাশ)-সদস্য  
১.৩সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদোৎসাহী পুরুষ অভিভাবক (নূন্যতম এসএসসি পাশ)-সদস্য  
১.৪বিদ্যালয়ের একজন জমিদাতা/জমিদাতার উত্তরাধিকারী (যদি থাকেন-সদস্য
১.৫একই উপজেলার সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোন সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক/শিক্ষিকা-সদস্য
১.৬সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের মধ্য থেকে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি-সদস্য
১.৭-১.৮সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু’জন মহিলা  অভিভাবক-সদস্য
১.৯-১.১০সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু’জন পুরুষ অভিভাবক-সদস্য
১.১১ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য/পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/সিটি কর্পোরেশন কাউন্সিলর-সদস্য
এসএমসি’র আবশ্যকীয় সাধারন দায়িত্ব ও কর্তব্য:

✔ প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ;
✔ ছাত্র-ছাত্রীদের শারীরিক শাস্তি প্রদান পরিহার নিশ্চিতকরণ;
✔ বিদ্যালয় পর্যায়ে ব্যয়িত অর্থের হিসাব অনুমোদন;
✔ বিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক ছাত্র-ছাত্রীদের মধ্যে সত্যনিষ্ঠা ও নৈতিকতা শিক্ষা প্রদানের বিষয়ে কমিটি বিশেষ ভূমিকা রাখবে;
✔ কমিটির সকল সদস্য প্রতি মাসের শেষ কর্মদিবসে বা নিকটবর্তী কর্মদিবসে পাঠদান কর্মসূচির পরে অন্তত এক ঘন্টা ছাত্র-ছাত্রীদের অভিযোগ/সুপারিশ শ্রবণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পোস্ট পড়ুন

     👀 প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য

    👀 শিক্ষক অভিভাবক সমিতি (পিটিএ)

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।