সহকারী শিক্ষকগণের দায়িত্ব ও কর্তব্য
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
Responsibilities
and duties of the assistant teacher
সহকারী শিক্ষকগণের দায়িত্ব ও কর্তব্য
১. শ্রেণিকক্ষে শিখন শেখানো
কার্যক্রম পরিচালনা করা;
২. বিদ্যালয় এলাকার স্কুলে
গমনোপযোগী শিশুদের বিদ্যালয়ে ভর্তি, উপস্থিতি নিশ্চিত ও
পাঁচবছর মেয়াদী প্রাথমিক শিক্ষাচক্র সমাপনে পদক্ষেপ গ্রহণ করা;
৩. প্রতিমাসে অন্ততঃ একটি হোম
ভিজিট করা;
৪. প্রধান শিক্ষকের
অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে আপডেট করার কাজে
প্রয়োজনীয় সহযোগিতা করা;
৫. সামজিক উদ্ধুদ্ধকরণ
কর্মসূচির অংশ হিসেবে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা;
৬. প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনা করার কাজে
সহযোগিতা করা;
৭. বিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড পত্র তৈরি ও আপডেট করার
কাজে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় সহযোগিতা করা;
৮. উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক
অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
মতামত দিন