শিল্পকলা

ছড়া গান প্রিয় ফুল শাপলা ফুল

ছড়া গান প্রিয় ফুল শাপলা ফুল

Primary curriculum Songs I প্রাথমিক শিক্ষা কারিকুলাম সঙ্গীত
প্রাথমিক শিক্ষা স্তরের জন্য নির্ধারিত ১৩টি গানের অন্যতম একটি গান হলো প্রিয় ফুল শাপলা ফুল। এটি মূলত একটি ছড়া গান। গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু এবং সুরকার হলেন খোন্দকার নুরুল আলম।

গানটির মূলভাব:

এই গানে আমাদের মাতৃভাষা, জাতীয় পতাকা, জাতীয় ফল, ফুল, পশু ও মাছের কথা বলা হয়েছে এখানে। গানটিকে আমরা দেশাত্মবোধক গান হিসেবেও বিবেচনা করা যেতে পারে। গানটির মূল কথা হলো আমাদের জাতীয় পতাকার রং, জাতীয় ফুলের নাম, ফলের নাম ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান। গানটির লিরিক্স: প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রেশ।। প্রিয় পাখি দোয়েল পাখি প্রিয় সবুজ লাল, আরো প্রিয় জষ্ঠী মাসের সুবাসী কাঁঠাল। মাঠে রাখালীয়া বাঁশি ভোলায় যত দুঃখ ক্লেশ।। প্রিয় নদী পদ্মা নদী প্রিয় ইলিশ মাছ, সুন্দর বনের রয়েল বেঙ্গল আর সুন্দরী গাছ। চির সবুজ আমার দেশের রূপের যেন নেইকো শেষ।।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।