শিল্পকলা

আমরা সবাই রাজা গানের মূলভাব, লিরিক্স ও ভিডিও

আমরা সবাই রাজা গানের মূলভাব, লিরিক্স ও ভিডিও

‘আমরা সবাই রাজা’ এই ছড়া গানটিতে কোন তালে গাওয়া হয়? 

‘আমরা সবাই রাজা’ একটি ছড়া গান। গানটির কথা ও সুর দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গানটির তাল দাদরা এবং রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান এটি।

গানটির তাল হলো দাদরা। এটির ৩ + ৩ = ৬ মাত্রার তাল এবং লয় মধ্য।

‘আমরা সবাই রাজা’ গানটির মূলভাব

‘আমরা সবাই রাজা’ গানটির মাধ্যমে শিশুমনে সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা রয়েছে। এই গানে গণতান্ত্রিক মনোভাবের পরিচয় পাওয়া যায়। সবাইকে সাথে নিয়ে, সবাইকে সম্মান ও গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে সেক্ষেত্রে রাজা ব্যর্থ হয় না। সেটি আবারও তার কাছে ফিরে আসে। জনতার প্রতিনিধি এবং জনতার সাথে অভিন্ন মত তৈরির রাষ্ট্রের জন্যে কল্যাণকর। জনগণকে সম্মান দিলে প্রকৃতপক্ষে রাজাই সম্মানিত হন। পরমত সহিষ্ণুতার চমৎকার নিদর্শন এই গানে পাওয়া যায়।

ছোট-বড় ভেদাভেদের কথা ভুলে গিয়ে একই সূত্রে সবাইকে গাঁথা হয়েছে এখানে। দাস দাসত্বের ঊর্ধ্বে সকলকে একই মন্ত্রে দীক্ষিত করার প্রয়াস পেয়েছে গানটিতে। রাজাপ্রজা, ধনি-দরিদ্র, উচু-নিচু ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সমমানের মনে করেছেন। যার যার নিজস্ব ঢং-এ আলাদা ব্যক্তি সত্ত্বার গুরুত্ব দিয়ে রচিত হয়েছে গানটি। এই গানের মধ্য দিয়ে সকলের সমঅধিকারের কথা বলা হয়েছে।

লিরিক্স: আমরা সবাই রাজা

কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর

তাল: দাদরা

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

আমরা যা খুশি তাই করি,

তবু তাঁর খুশিতেই চরি,

আমরা নই বাঁধা দাসের রাজার ত্রাসের দাসত্বে-

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

রাজা সবারে দেন মান,

সে মান আপনি ফিরে পান,

মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে-

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

আমরা চলব আপন মতে,

শেষে মিলব তাঁরি পথে,

মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।