প্রাক-প্রাথমিক

শিশুতোষ গল্প: পৃথিবীর সবচেয়ে বড় পিঠা

শিশুতোষ গল্প: পৃথিবীর সবচেয়ে বড় পিঠা
Kids Story : World Biggest Cake

ছোট্ট মেয়ে টুনি। সারাদিন খুশিমনে খেলে বেড়ায়। একদিন টুনি বলল, আমি পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।

কিন্তু একা তো এত বড় পিঠা বানাতে পারবো না। সে ঠিক করল গ্রামের সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবে।

টুনি গ্রামের সবাইকে বলল, আমরা সবাই মিলে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। টুনির কথায় গ্রামের সবাই খুব খুশি হলো।

এক ঠেলাগাড়ি ভর্তি করে দুইজন চালের গুঁড়া নিয়ে এলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।

কয়েকজন ঝাঁকায় ঝাঁকায় গুড় আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।

অনেকে মিলে অনেকগুলো নারিকেল আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।

একজন বি-রা-ট এক হাঁড়িতে চালের গুঁড়া মাখালো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।

কয়েকজন ই-য়্যা বড় এক চুলা বানালো। সবাই মিলে ধরাধরি করে চুলায় পিঠা তুলে দিল। বলল, আমরা পৃথিবীর

সবচেয়ে বড় পিঠা বানাবো।

পিঠা হয়ে গেল। তখন দুইজন বিরাট এক করাত আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা কেটে ছোট ছোট টুকরা বানাবো।

পিঠা বানানো হয়ে গেল। পিঠার সুঘ্রাণে চারদিক মৌ মৌ করতে লাগল। খবর পেয়ে চারপাশের গ্রাম থেকে অনেক লোক আসলো। সবাই এত বড় পিঠা দেখে খুব অবাক হলো। এত বড় পিঠা! বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা মজা করে খাবো।

এবার সবাই মজা করে পিঠা খেল। কেউ বলল-দারুন! কেউ বলল- কী মজার পিঠা! কেউ বলল-মন ভরে গেল গো!

কেউ বলল-আহ্!

এভাবে টুনি সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানালো আর সবাই মিলে মজা করে খেল। সবাই মিলে একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আর কাজে অনেক মজাও পাওয়া যায়।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।