শিশুতোষ খেলা: রহস্য ভরা থলে

Kids Game Rohosye Vora Thole
শিশুতোষ খেলা: রহস্য ভরা থলে

খেলার নিয়মাবলি:

Ø  হাতের কাছে থাকা বিভিন্ন রকম উপকরণ (যেমন- ছোট বল, টেনিস বল, বিচি, চামচ, ছোট পাথর, ব্লক, কাঠি, ইরেজার, পেন্সিল ইত্যাদি) একটা কাপড়ের ব্যাগ বা থলের ভিতর রাখবেন। উপকরণ নির্বাচনের সময় খেয়াল রাখবেন- এগুলো যেন বৈচিত্র্যপূর্ণ ও বিভিন্ন আকার-আকৃতির হয়।

Ø  শিশুদের নিয়ে গোল হয়ে বসুন। এবার বৃত্তে বসা যে কোনো একজন শিশুর পিছনে গিয়ে থলে থেকে একটি উপকরণ তার পিছনে রাখবেন। আপনি বৃত্তের মাঝখানে এসে শিশুটিকে হাত পিছনে নিয়ে, না দেখে হাত দিয়ে স্পর্শ করতে বলবেন।

Ø  আপনি শিশুটিকে প্রশ্ন করবেন- জিনিসটি কেমন, এটি দিয়ে কী করে, শক্ত না নরম, কিসের তৈরি, গোল না লম্বা ইত্যাদি। সবশেষে জিনিসটির নাম কী তা জানতে চান।

Ø  শিশুরা যেন প্রথমে বস্তুটি দেখতে না পারে সেদিকে লক্ষ রাখবেন।

Ø  উত্তর বলার পর সবাইকে বস্তুটি দেখিয়ে দিন এবং সঠিক হলে হাততালি দিয়ে উৎসাহিত করবেন।

Ø  এভাবে কয়েকজন শিশুকে বিভিন্ন উপকরণের মাধ্যমে প্রশ্ন করে খেলাটি পরিচালনা করবেন। এবং পর্যায়ক্রমে প্রত্যেক শিশুকে দিয়ে খেলাটি পরিচালনা করবেন।

 

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।