শিশুতোষ খেলা: পাখি উড়ে

Kids Game Pakhi Ure

শিশুতোষ খেলা: পাখি উড়ে

খেলার নিয়মাবলিঃ

Ø  শিশুদের নিয়ে একে অপরের হাত ধরে গোল হয়ে দাঁড়ান।

Ø  শিক্ষক যখন বলবেন কাক উড়ে তখন শিশুরা দুহাত পাখি উড়ার মতো করে দোলাবে। যখন বলবে হাতি উড়ে তখন হাত না উঠিয়ে দাঁড়িয়ে থাকবে।

Ø  যে সব প্রাণী উড়ে সেগুলোর নাম বলার পর হাত দোলাবে, যেমন- কবুতর, চড়ুই, ময়না, কাক, চিল ইত্যাদি। আর যে সব জিনিসগুলো উড়ে না সেগুলোর নাম বলার পর হাত উঠালে খেলা থেকে আউট হয়ে যাবে। যেমন-হাতি, ঘর, টেবিল, বই ইত্যাদি।

Ø  এভাবে বিভিন্ন জীব, জন্তু, জিনিস বা পাখির নাম বলে খেলাটি খেলবে। যেসব শিশুরা সঠিকভাবে করতে পারবে তাদেরকে অন্যরা হাততালি দিয়ে উৎসাহিত করবেন।

Ø  প্রথম দিকে শিক্ষক নিজে খেলাটি পরিচালনা করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে একজন একজন করে শিশুরা খেলাটি একইভাবে পরিচালনা করবে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।