শিশুতোষ খেলা: ইচিং বিচিং চিচিং চা

Kids Game Iching Biching Chiching Cha

শিশুতোষ খেলা: ইচিং বিচিং চিচিং চা

খেলার নিয়মাবলিঃ

Ø    দুজন শিশুকে একে অপরের পায়ে পা লাগিয়ে মুখোমুখি বসতে বলবেন।

Ø    অন্য শিশুরা প্রথমে শুধু পায়ের উপর দিয়ে লাফিয়ে পার হবে।

Ø    এরপর জোড় পায়ের উপর প্রথম একজনের এক হাত, তারপর দুই হাত, এভাবে পর্যায়ক্রমে তিন এবং চার হাত সংযুক্ত হবে। প্রতিটি উচ্চতা সংযুক্ত করার পর এর উপর দিয়ে অন্যদের লাফিয়ে পার হতে হবে।

Ø    লাফাতে লাফাতে যার পা যে ধাপে স্পর্শ করবে সে সেখান থেকে আউট হবে।

Ø    এইভাবে শেষপর্যন্ত যারা পার হতে পারবে তারা সফল হবে।

Ø    যে দুইজন বসে ছিল তাদেরকে এবার একে অপরের পা স্পর্শ করে মাঝখানে গ্যাপ তৈরি করে বসতে বলুন।

Ø    সফলভাবে পার হতে পারা খেলোয়াড়রা পর্যায়ক্রমে জোড় পায়ের উপর দিয়ে ঘুরে ঘুরে লাফাবে এবং বলবে-ইচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা।

Ø    এভাবে খেলাটি চলতে থাকবে। এবং পর্যায়ক্রমে সব শিশুর একবার করে ছড়া বলাসহ লাফানো হলে খেলাটি শেষ হবে।

 

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।