কাব স্কাউটিংয়ের ধারণা ও পটভূমি
কাব স্কাউটিংয়ের ধারণা
স্কাউট আন্দোলন একটি আন্তর্জাতিক ও শিক্ষামূলক কার্যক্রম। শিশুকিশোর ও যুবকদের অবসর সময়ের সঠিক ব্যবহার করে তাদের সুশৃঙ্খল, পরোপকারী, আত্মনির্ভরশীল দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং যুগ যুগ ধরে খুবই সহায়ক বলে বিবেচিত হয়ে আসছে। স্কাউট আন্দোলন কোনো সময়েই বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না।
স্কাউটিং মূলত মুক্ত অঙ্গনের শিক্ষা। প্রকৃতির উদার পরিবেশে আনন্দময় খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় তা জীবন গঠন ও অন্যের উপকারে সুন্দরভাবে কাজে লাগে।
স্কাউট আন্দোলনের পটভূমি
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল। পুরো নাম রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। সারা বিশ্বের স্কাউটদের কাছে তিনি ’বি-পি’ নামে পরিচিত। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রæয়ারি লন্ডনের হাইড পার্কে জন্মেছিলেন।
ছোটকাল থেকেই তিনি ছিলেন কৌতুহলী প্রকৃতিপ্রেমী। এজন্য প্রকৃতির সাথে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তিনি লন্ডনের প্রসিদ্ধ চার্টারহাউস স্কুলে ভর্তি হন এবং এখানে তিনি স্কাউটিং স¤পর্কে প্রাথমিক দক্ষতা অর্জন করেন। স্কুল শেষ করে তিনি ১৮৭৬ সালে সেনাবাহিনীতে যোগদান করে মাত্র ৪৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ মেজর জেনারেল হন। ১৯১০ সালে অবসর গ্রহণ করেন। এরপর তিনি সেনাবাহিনীতে থাকাকালীন স্কাউটিং এর উপর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বয় স্কাউটিং এর গোড়াপত্তনের কাজে বিশেষ মনোযোগী হন।
সেনাবাহিনীতে থাকাকালীন তিনি ১৯০৭ সালে পার্ল হারবারের বাউন্সি দ্বীপে পরীক্ষামূলকভাবে স্কাউটিং এর প্রথম ক্যাম্পের আয়োজন করেছিলেন। এটিই ছিল বিশ্বের প্রথম স্কাউট ক্যাম্প। কিশোর ও যুবকদের উদ্দেশ্যে স্কাউট চালু করার পর ব্যাডেন পাওয়েল বিশ্বের লক্ষ কোটি শিশুদের কথা ভাবলেন। ভাবনার এক পর্যায়ে তিনি ১৯১৬ সালে কাব- স্কাউটিং আন্দোলন শুরু করেন।
বাংলাদেশে স্কাউটিং-এর পটভূমি
স্বাধীনতা পূর্ব ১৯৪৭ সালের ২২ মে, ঢাকায় ইস্ট বেংগল স্কাউট এ্যাসোসিয়েশন গঠিত হয়। স্বাধীনতা উত্তরকালে ১৯৭২ সালে ৮ এবং ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত দেশের সমগ্র স্কাউট নেতৃবৃন্দের এক কাউন্সিলে “বাংলাদেশ স্কাউট সমিতি” গঠিত হয়।
ঐ বছর সেপ্টেম্বর মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১১ নং অর্ডিনেন্স বলে “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” সরকারি স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৪ সালের ১লা জুন, বিশ্বস্কাাউট সংস্থার ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৭৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় “বাংলাদেশ স্কাউটস”।
এ ধরনের আরও পোস্ট পড়ুনঃ
➰ কাব-স্কাউটের লক্ষ্য-উদ্দেশ্য, কাব প্রতিজ্ঞা, আইন ও মটো
➰ প্রাত্যহিক সমাবেশ ও শপথ বাক্য
➰ কাব-স্কাউট ইউনিট লিডারের যোগ্যতা ও গুণাবলি
➰ শারীরিক ও মানসিক অবসাদে মেডিটেশন
মতামত দিন