বিদ্যালয়ে ঝরেপড়ার কারণ এবং ঝরেপড়া রোধের উপায়
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
Causes of school dropouts and ways to
prevent
বিদ্যালয়ে ঝরেপড়ার কারণ এবং ঝরেপড়া
রোধের উপায়
বিদ্যালয়ে ঝরেপড়ার কারণসমূহ
কী কী?
পারিবারিক
অস্বচ্ছলতা, অভিভাবকের অসচেতনতা, পড়ালেখার
প্রতি অনাগ্রহ, বিদ্যালয়ের অনাকর্ষণীয় পরিবেশ, শ্রেণিকক্ষের পরিবেশ, নিরানন্দ শ্রেণিপাঠ,
শিশু শ্রম, অন্যত্র গমন বিদ্যালয় ত্যাগ,
যাতায়াতের অসুবিধা, পারিবারিক কাজে
অভিভাবককে সহযোগিতা করার কারণে সাধারণত বিদ্যালয় হতে ঝরেপড়ে।
✨ পারিবারিক
অস্বচ্ছলতা ও দরিদ্রতা;
✨ বিদ্যালয়ের দূরত্ব
ও ভৌগলিক অবস্থান এবং যাতায়াত ব্যবস্থা;
✨ বিদ্যালয় ও
শ্রেণিকক্ষের অনাকর্ষণীয় পরিবেশ;
✨ নিরানন্দ শ্রেণিপাঠ;
✨ গৃহকর্ম তথা পারিবারিক কাজে অভিভাবকদের সহায়তা
প্রদান;
✨ ইভটিজিং ও বাল্যবিবাহ;
✨ সামাজিক দৃষ্টিভঙ্গি ও অভিভাবকদের অসচেতনতা;
✨ শিক্ষার্থীর পড়ালেখার প্রতি অনাগ্রহ;
✨ শিক্ষা ব্যয় ও শিশুশ্রম;
✨ কৃষি কাজ ও মৌসুমভিত্তিক এলাকা ত্যাগ।
বিদ্যালয় হতে ঝরেপড়া রোধের উপায়সমূহ
১. শ্রেণিকক্ষের পরিবেশ সুন্দর ও
আকর্ষণীয় করার মাধ্যমে:
✨ শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে;
✨ শ্রেণিকক্ষের দেওয়ালে পাঠ সংশ্লিষ্ট ছবি রেখে;
✨ পাঠ সংশ্লিষ্ট উপকরণসহ আধুনিক পদ্ধতিতে পাঠদান
করে;
✨ শ্রেণিকক্ষ পুনর্বিন্যাস করে;
✨ বিদ্যালয় আঙিনা ও শ্রেণিকক্ষ পরিষ্কার রেখে;
✨ বিদ্যালয়ের সামনে ফুলের বাগান করে;
✨ বিদ্যালয় সীমানা ঘিরে বনজ ও ফলজ বৃক্ষ রোপন করে;
✨ বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল
স্থাপন করে;
✨ বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করে;
✨ বিদ্যালয়ে একটি খেলার মাঠের ব্যবস্থা করে।
✨ দলীয় কাজের মাধ্যমে শিশু থেকে শিশু শিখন ব্যবস্থা
করে।
২. বিদ্যালয় কার্যক্রমে জনগণকে
সম্পৃক্ত করার মাধ্যমে:
✨ জাতীয় ও ধর্মীয় দিবস, শিক্ষাসপ্তাহ পালনের সময় স্থানীয় জনগণকে আমন্ত্রণ জানিয়ে;
✨ বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরষ্কার বিতরণ দিনে
আমন্ত্রণ জানিয়ে;
✨ উঠান বৈঠক, মা সমাবেশ,
অভিভাবক সমাবেশ, শিক্ষা সম্পর্কিত র্যালীর
মাধ্যমে;
✨ উপকরণ তৈরি, সংগ্রহ ও সংরক্ষণে
স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে;
✨ বিদ্যালয়ের উন্নয়ন কাজে এসএমসি, পিটিএ ও সমাজের সদস্যদের সহযোগিতা নিয়ে;
✨ শ্রেণি কার্যক্রম দেখবার জন্য অভিভাবকদের
বিদ্যালয়ে আসার জন্য উদ্বুদ্ধ করে;
✨ এসএমসি, পিটিএ ও গণ্যমান্য
ব্যক্তিদের জন্য পৃথক পরিদর্শন বইয়ের ব্যবস্থা করে;
✨ স্থানীয় পরিকল্পনা এবং বাস্তবায়ন অগ্রগতি যাচাই ও
পর্যালোচনামূলক অনুষ্ঠানে স্থানীয় জনগণকে আমন্ত্রণ জানিয়ে।
৩. বিদ্যালয়ে শিশুদের প্রণোদনা
কর্মসূচি গ্রহণে মাধ্যমে:
✨ সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনার জন্য ফুটবল, ক্রিকেট সেট, লুডু, স্কিপিং,
হারমোনিয়াম, তবলা, বাঁশি, কোদাল, ঝুঁড়ি
ইত্যাদির ব্যবস্থা করা;
✨ বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণের
ব্যবস্থা করা;
✨ মেধা পুরস্কারের ব্যবস্থা করা;
✨ দরিদ্র শিশুদের জন্য খাতা, পেন্সিল ও পোশাকের ব্যবস্থা করা;
✨ বিদ্যালয়ে সকল শিশুর জন্য নিয়মিত টিফিনের
ব্যবস্থাকরা;
✨ প্রতিমাসে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা
করা ও শিশুদের স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার সম্পর্কে ধারণা দেওয়া।
মতামত দিন