ইসলামের পরিচয় : ইসলামের লক্ষ্য-উদ্দেশ্য ও মূলভিত্তি

ইসলামের পরিচয় : ইসলামের লক্ষ্য-উদ্দেশ্য ও মূলভিত্তি

ক্লাসের আলোচ্য বিষয়:

v  ইসলামের পরিচয় বর্ণনা করুন।

v  ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

v  ইসলাম ধর্মের বৈশিষ্ট্য লিখুন।

v  ইসলাম ধর্মের বুনিয়াদ বা মূলভিত্তি কী?

ইসলামের পরিচয় বর্ণনা করুন।

ইসলামের পরিচয়

ইসলাম আরবী শব্দ। এর অর্থ আত্মসমর্পণ। আত্ম মানে নিজ, সমর্পণ মানে স্বত্ব ত্যাগ করে দিয়ে দেওয়া। আত্মসমর্পণ অর্থ নিজেকে অন্য কারো অধীন করে দেওয়া। ইসলাম শব্দ থেকেই আসলামা শব্দ এসেছে। এর অর্থ সে ইসলাম কবুল করেছে বা আত্মসমর্পণ করেছে। এভাবেই আসলামতা মানে আমি ইসলাম গ্রহণ করলাম বা আত্মসমর্পণ করলাম।

ইসলাম আরবি শব্দ। এর আভিধানিক অর্থ আআত্মসমর্পণ করা, অনুগত হওয়া, আনুগত্য করা। শব্দটি সিলমুন মূলধাতু গৃহিত। সিলনুন অর্থ শান্তি। আল্লাহ তাআলা নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি প্রতিষ্টিত হয়। এজন্য ইসলাম কে শান্তির ধর্ম বলা হয়। পরিভাষায়, মহান আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস করে সকল কাজকর্মে তার আনুগত্য করাকে ইসলাম বলে। অর্থাৎ, মনে প্রাণে আল্লাহ তাআলা ও তার রাসূলের নিকট আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাদের আদেশ-নিষেধ মেনে চলা এবং তাদের নির্দেশিত বিধান অনুসারে জীবন পরিচালনা করাই ইসলাম। আর যিনি ইসলামের বিধান অনুযায়ী জীবন যাপন করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান।

ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নে বর্ণনা করা হলো:

ü   আল্লাহ তাআলা ও তার প্রেরিত নবী গনের প্রতি বিশ্বাস স্থাপন করা।

ü   মহান আল্লাহ ও রাসুলগণের প্রতি মানুষের পূর্ণ আনুগত্য প্রদর্শন।

ü   সমাজে ও বিশ্বে শান্তি-শৃঙখলা বজায় রাখা।

ü   কল্যাণ মুখী সমাজ প্রতিষ্ঠা করা।

ü   পরকালীন শান্তি ও মুক্তি অর্জন করা ইত্যাদি।

ইসলামের বৈশিষ্ট্য লিখুন।

ইসলামের বহু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে কতিপয় বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো:

১. ইসলাম আল্লাহ তা আলার একমাত্র মনোনীত বিধান।

২. ইসলাম একটি পূর্নাঙ জীবন বিধান।

৩. ইসলাম পরকালীন মুক্তির ধর্ম।

৪. ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।

৫. ইসলাম সর্বজনীন ধর্ম।

৬. ইসলাম সর্বশেষ আসমানী ধর্ম।

৭. ইসলাম শ্বাশত জীবন ব্যবস্থা।

৮. ইসলাম নৈতিক ও মানবতাবাদী ধর্ম ইত্যাদি।

ইসলামের বুনিয়াদ বা মূলভিত্তি কী?

ইসলামের বুনিয়াদ বা মূলভিত্তি

কোনো দালান তৈরি করতে হলে প্রথমে এর ভিত বা বুনিয়াদ গড়তে হয়। ওই বুনিয়াদের উপর দেয়াল তোলা হয়। দেয়ালের উপর ছাদ তৈরি করা হয়। ভিত মযবুত না হলে দেয়াল ও ছাদ টেকে না। তাই দালানের জন্য মযবুত সবচেয়ে বেশি জরুরী।

শুধু ভিতটুকুই দালান নয়, দেয়াল ও ছাদ মিলেই দালান। ঠিক তেমনি ইসলাম ধর্মেও ভিত্তি রয়েছে।

ইসলাম যে সব ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলো কে ইসলামের বুনিয়াদ বলা হয়। ইসলামের বুনিয়াদ তথা মূলভিত্তি হলো ৫ টি। যথা:

১. মহান আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান তথা বিশ্বাস করা।

২. দৈনিক পাঁচবার সালাত আদায় করা।

৩. সামর্থ্যবান হলে যাকাত প্রদান করা।

৪. সামথ্য থাকলে জীবনে একবার হজ্ব আদায় করা।

৫. রমজান মাসে রোজা রাখা।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।