প্রতিফলনমূলক শিখন: উদ্দেশ্য, শিখনের ধারণা, গুরুত্ব ও বৈশিষ্ট্য
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
Reflective
Teaching
প্রতিফলনমূলক শিখন:
উদ্দেশ্য, শিখনের ধারণা, গুরুত্ব ও বৈশিষ্ট্য
প্রতিফলনমূলক শিখন (Reflective
Teaching) কী?
স্ব-উদ্যোগে শিক্ষকতা পেশার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকগণ কিছু কাজ করে থাকেন যেমন- শিক্ষক একটি ক্লাস পরিচালনা করার সময় এবং ক্লাস সম্পন্ন করার পর ঐ
ক্লাসের ওপর প্রতিফলন বা আত্ম-মূল্যায়ন করে থাকেন। এই আত্ম-মূল্যায়নের উদ্দেশ্য
ক্লাসের ভুলত্রুটি বের করে পরবর্তী সময়ে অধিক ফলপ্রসূভাবে শ্রেণি কার্যক্রম
পরিচালনা করা। শিক্ষকগণ এ আত্ম-মূল্যায়নে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলে পেশাগত
উন্নয়ন মানসম্মত হয়। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আত্ম-মূল্যায়নকে প্রতিফলনমূলক
শিখন বলে।
নিজ কাজের প্রতিফলন চর্চা বা শিখন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন শিক্ষক তার শিখন
শেখানো দক্ষতা ও অভিজ্ঞতাগুলোকে আলোচনা, সমালোচনা ও মূল্যায়ন করে শিখন শেখানো কার্যক্রমের
উৎকর্ষ সাধন করতে পারেন।
শিক্ষকের প্রতিফলনমূলক শিখনকে দুই
ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ
১) কর্মের ওপর প্রতিফলন (Reflection
on action) এবং
২) কর্মকালীন/ক্রিয়াকালীন প্রতিফলন
(Reflection
in action)
প্রতিফলনমূলক শিখন প্রশিক্ষণের
উদ্দেশ্য
👀 শিখনের বিভিন্ন দিক পর্যালোচনা ও পর্যবেক্ষণপূর্বক নিজ পাঠের উন্নয়নের
ক্ষেত্র চিহ্নিত করা।
👀 পদ্ধতি ও কৌশল মোতাবেক পাঠদান কার্যক্রম পরিচালনায় দক্ষ করা।
👀 কর্মসহায়ক গবেষণা বা গবেষণার ক্ষেত্র চিহ্নিত করতে সহায়তা করা।
👀 রিফ্লেকটিভ জার্নাল লিখন, কেইস স্টাডি ও শিক্ষার্থীদের শিখন অবস্থান অনুসারে পাঠ পরিকল্পনা প্রণয়নে
সহায়তা করা।
👀 শিখন শেখানো কার্যক্রমে লেসন স্টাডি প্রয়োগে সহায়তা করা।
👀 শিখন শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনে সহায়তা করা।
প্রতিফলনমূলক শিখনের গুরুত্ব
✨ শিক্ষকের পেশাগত দক্ষতা বিকাশে
সহায়তা করে।
✨ শিক্ষকের স্ব-মূল্যায়ন, শিক্ষার্থীদের পোর্টফোলিও সংরক্ষণ
ও প্রতিবেদন প্রণয়ন করতে পারে।
✨ শিক্ষার্থীদের শিখন অগ্রগতি
যাচাইপূর্বক শিক্ষক পরবর্তী ব্যবস্থা নিতে পারেন।
✨ শিক্ষকের শিখনে কোন ত্রুটি হলে শিক্ষার্থী তার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করে
বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করতে পারে।
✨ শিক্ষক নিজ পাঠের উন্নয়ন ক্ষেত্র
চিহ্নিতপূর্বক নিজেকে প্রস্তুত করে শিক্ষার্থীর শিখন নিশ্চিত করতে পারেন।
✨ শিক্ষক শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধসহ উপস্থিতির হার
বৃদ্ধি করতে পারেন।
প্রতিফলনমূলক শিখনের বৈশিষ্ট্য
💦 শিক্ষকের অনুসন্ধিৎসু মনোভাব সৃষ্টি হয়।
💦 ভুল হলে সংশোধনের সুযোগ পান
💦 শিক্ষামূলক কার্যাবলীতে নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন
ঘটায়।
💦 শিক্ষকের স্ব-বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
💦 শিক্ষার্থীর নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করার
সুযোগ সৃষ্টি হয়।
💦 শিক্ষক শ্রেণিকক্ষে অন্য শিক্ষকদের শিখন শেখানো
কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক নিজের শিখন শেখানো কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের
মাধ্যমে সমস্যা অনুধাবন ও সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করতে পারেন।
💦 শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সম্পর্ক বৃদ্ধি পায়।
আরও পোস্ট দেখুন:
📌 প্রতিফলনমূলক
শিখনের কৌশল: লেসন স্টাডি
📌 রিফ্লেক্টিভ
জার্নাল কী? কীভাবে রিফ্লেক্টিভ জার্নাল লিখবেন?
📌 এ্যাকশন
রিসার্চ কী? কীভাবে কর্মসহায়ক (Action Research) গবেষণা করবেন?
📌 প্রতিফলিত শিক্ষক
হওয়ার কৌশল: আত্মচর্চা ও মাইন্ডফুলনেস
📌 প্রতিফলনমূলক
শিখনের সুবিধা, অসুবিধা, প্রতিবন্ধকতা এবং এর
উত্তরণের উপায়
মতামত দিন