শিশুতোষ খেলা: কাকে তুমি বন্ধু চাও

Kids Game Kake Bondhu Tumi Chao

শিশুতোষ খেলা: কাকে তুমি বন্ধু চাও
কাকে তুমি বন্ধু চাও খেলার নিয়মাবলিঃ
  • শিশুদের সবাইকে নিয়ে হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়ান। যে কোন একজন আগ্রহী শিশুকে বৃত্তের মাঝখানে গিয়ে বসতে বলবেন।
  • এবার বৃত্তে দাঁড়ানো শিশুদের নিয়ে হাত দোলাতে দোলাতে নিচের ছড়াটি সুর করে বলবেন। মাঝে বসা শিশুটি ছড়ার সাথে মিল রেখে অভিনয় করবে এবং কথা বলবে। মালা গো

Ø  মালা এসো করি খেলা

Ø  একটি মেয়ে বসে আছে

Ø  তার কোনো বন্ধু নেই (মাঝের শিশুটি কান্নার ভঙ্গি করবে)

Ø  ওঠো গো ওঠো (মাঝের শিশুটি উঠে দাঁড়াবে)

Ø  চোখের পানি মোছ (শিশুটি চোখের পানি মুছবে)

Ø  হাত দিয়ে সালাম করো (শিশুটি সবাইকে সালাম করবে)

Ø  হাতে কী ? (শিশুটি একটি বস্তুর নাম বলবে। যেমন: কমলা)

Ø  কমলার রং কী (শিশুটি তখন শব্দ বলবে। যেমন: হলুদ)

Ø  এখন কাকে তুমি বন্ধু চাও? (শিশুটি আরেকজন শিশুকে দেখিয়ে বলবে- তোমাকে)

  • মাঝের শিশুটি যাকে বন্ধু বানালো তাকে এবার মাঝখানে গিয়ে বসতে বলবেন এবং একই নিয়মে খেলাটি চালিয়ে যান। সবাই যাতে মাঝখানে যাওয়ার সুযোগ পায় এবং বিভিন্ন ফল বা ফুলের নাম বলে সেদিকে লক্ষ ?রাখবেন।
  • শিশুরা ছড়া বলা এবং খেলাটিতে অভ্যস্ত হয়ে গেলে শিশুদেরকে দিয়েই খেলাটি পরিচালনা করুন।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।