প্রাক-প্রাথমিক শিখন সামগ্রী

প্রাক-প্রাথমিক শিখন সামগ্রী

প্রাক-প্রাথমিক স্তরের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ০৮ (আট) ধরনের শিখন-শেখানো সামগ্রী প্রণয়ন ও বিতরণ করছে। শিখন-শেখানো সামগ্রী নিম্নরূপ:

১. শিক্ষক সহায়িকা

২. আমার বই

৩. স্বরবর্ণ চার্ট ও ব্যঞ্জনবর্ণ চার্ট

৪. ফ্লিপচার্ট

৫. ফ্লাশকার্ড (৭০টি কার্ডের একটি সেট)

৬. গল্পের বই (১০টি গল্পের বই এর একটি সেট)

৭. এসো লিখতে শিখি

৮. সম্পূরক শিখন সামগ্রী

৯. ছড়া, গান, খেলা ও ব্যায়াম

১০.হাজিরা খাতা ও মূল্যায়ন

প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা কী?

প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রীগুলোর মধ্যে অন্যতম ও প্রধান সামগ্রী হলো শিক্ষক সহায়িকা। প্রাক-প্রাথমিক শিক্ষা বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন সংক্রান্ত শিক্ষকের জন্য সকল তথ্য শিক্ষক সহায়িকাতে সন্নিবেশ করা আছে। শিক্ষক সহায়িকা হলো প্রাক-প্রাথমিকের মূল শিখন শেখানো সামগ্রী। শিক্ষক মূলত শিক্ষক সহায়িকা অনুসরণ করে বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনা করবেন।

ফ্লিপচার্ট কী?

ফ্লিপ চার্ট হলো বড় কাগজের পাতায় লেখা, ছবি বা চার্ট দিয়ে তৈরি প্যাড যা দেওয়ালে ঝুলানো যায়। এটি সাধারণত হোয়াইটবোর্ড বা ভিপবোর্ডের উপরের প্রান্তে স্থির করা হয়। ফ্লিপ চার্ট সাধারণত ক্লাস বা সেমিনারে উপস্থাপনার জন্য ব্যবহৃত হয়। প্রাক-প্রাথমিক স্তরে পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও নিরাপত্তার বিভিন্ন বিষয় ফ্লিপচার্টে অন্তর্ভুক্ত করা আছে। ফ্লিপচার্টে মোট ১৩টি পাতা রয়েছে । ফ্লিপচার্টের ১৩টি ভিন্ন ভিন্ন পাতায় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে।

প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে ব্যবহৃত কর্ণার সংখ্যা কয়টি ও কী কী?

প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে ৪টি কর্ণার থাকে। সেগুলো হলোঃ

১. কল্পনার কর্নার,

২. ব্লক ও নাড়াচাড়ার কর্নার,

৩. বই ও আঁকার কর্নার,

৪. বালি ও পানির কর্নার

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।