বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

প্রাথমিক পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য

প্রাথমিক শিক্ষাক্রম অনুসরণ করে প্রতিটি শ্রেণির জন্য নির্ধারিত বিষয়ের পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে৷ এই বিষয়গুলো রচনার সময় জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, আংশিক থেকে সম্পূর্ণ নীতি অনুসরণ করা হয়েছে৷ প্রাথমিক পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষকগণের সম্যক ধারণা থাকা জরুরি৷ শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বে বিষয়ের বিন্যাস সম্পর্কে পূর্বজ্ঞান ও সে অনুযায়ী প্রস্তুতি শিক্ষকতা পেশায় সফলতা আনে৷ নিম্নে প্রাথমিক পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য উপস্থাপন করা হলো :

১৷ চার রংয়ের আকর্ষণীয় প্রচ্ছদ৷

২৷ প্রতিটি শ্রেণির বাংরা বইয়ের শুরুতে জাতীয় পতাকা তৈরির নিয়ম এবং জাতীয় সঙ্গীত সংযোজন করা হয়েছে৷

৩৷ পাঠ্যপুস্তক ব্যবহার সম্পর্কিত সাধারণ নির্দেশনা দেয়া আছে৷

৪৷ প্রতিটি বইয়ের শুরুতে বিষয়ভিত্তিক সূচিপত্র ও পৃষ্ঠা নম্বর দেয়া আছে৷

৫৷ বিষয়গুলো জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, আংশিক থেকে সম্পূর্ণ নীতি অনুসরণ করা হয়েছে৷

৬৷ আকর্ষণীয় ও রঙ্গীন ছবি সন্নিবেশন করা হয়েছে৷

৭৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে লাল কালি দিয়ে ভাষা দক্ষতাগুলো চিহ্নিত করা হয়েছে৷

৮৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের নির্দিষ্ট বর্ণ শেখানোর নিমিত্তে লালকালি দিয়ে চিহ্নিত করা হয়েছে৷

৯৷ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ের শেষে শব্দভান্ডার দেয়া আছে৷

১০৷ চতুর্থ ও পঞ্চম শ্রেণির গণিত বইয়ের শেষে উত্তরমালা সংযোজন করা হয়েছে৷

১১৷ বাংলাদেশ ও পরিচয় বিষয়ে দক্ষতা ম্যাট্রিক্স দেয়া আছে৷

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।