পড়তে শেখা ও পড়ে শেখা

বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ

আলোচ্য বিষয়:

🔸 পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?
🔸 পড়ার অংশ কয়টি ও কী কী?
🔸 পড়তে শেখার সাথে পড়ার সম্পর্ক কী?
🔸 পড়ার মৌলিক উপাদান কোনগুলো?

 

পড়তে শেখা ও পড়ে শেখা: Learn to read and read to learn

পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?

বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলোকে চিনতে পারার মাধ্যমে পাঠোদ্ধার (Decoding) করতে পারা এবং অর্থ বুঝতে পারাই হচ্ছে পড়া।

পড়া বা পাঠ করা হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যার সঙ্গে জড়িত আছে বর্ণ ও শব্দ চিনতে পারা, শব্দের অর্থ বুঝতে পারা, সাবলীলতা অর্জন এবং সম্পূর্ণ পাঠটির অর্থ উপলব্ধি করতে পারা।

 

পড়ার অংশ কয়টি ও কী কী?

পড়ার দুইটি অংশ থাকে-

💦 সংকেতিক চিহ্নগুলোকে বর্ণ হিসাবে চিনতে পারার মাধ্যমে শব্দ বা শব্দগুলো উচ্চারণ করতে পারা, যাকে বলা হয় পাঠোদ্ধার (Decoding)

💦 লিখিত শব্দগুলোর অর্থ বুঝতে পারার মাধ্যমে সম্পূর্ণ পাঠটির অর্থ উপলব্ধি করতে পারা, যাকে বলা হয় বোধগম্যতা (Understanding)

 

পড়তে শেখার সাথে পড়ার সম্পর্ক কী?

পড়তে শেখা (learn to read)

পড়ে শেখা (read to learn)

১) পড়তে পারার আগে এবং পড়ার সময়ের প্রচেষ্টাই হলো পড়তে শেখা। যেমন, ধ্বনি ও বর্ণ চিহ্নিত করতে পারা, কার-চিহ্ন ও ফলাচিহ্নের ব্যবহার জানা, শব্দাংশ ও শব্দ পড়া ইত্যাদি। 
২) পড়তে শেখায় বড়োদের সহায়তা প্রয়োজন।
৩) পড়তে শেখার ভিত্তি হলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষা।
৪) পড়তে শেখা পড়ার পাঁচটি উপাদানের ওপর নির্ভরশীল।
৫) পড়তে শেখা শিক্ষার্থীকে স্বাধীন পাঠক হতে সহায়তা করে।

১)পড়তে শেখার পরের ধাপই হলো পড়ে শেখা। পড়ার মাধ্যমে অর্থ বোঝার প্রচেষ্টাই এখানে মুখ্য। 
২) পড়ে শেখার ক্ষেত্রে বড়দের সহায়তা সব সময় প্রয়োজন হয় না।
৩)পড়ে শেখার ভিত্তি হলো লিখিত ভাষা।
৪) পড়ে শেখা পড়তে শেখার ওপর নির্ভরশীল।
৫) পড়ে শেখা শিক্ষার্থীকে স্বাধীন পাঠকে পরিণত করে।

 

পড়ার মৌলিক উপাদান কোনগুলো?

পড়ার মৌলিক উপাদানসমূহ:

💥 ধ্বনি সচেতনতা;
💥 বর্ণজ্ঞান;
💥 শব্দজ্ঞান;
💥 পঠন সাবলীলতা;
💥 বোধগম্যতা।
 

আরও পোস্ট দেখুন

  বাংলা শিক্ষাক্রম পরিচিতি

  ভাষা শেখানোর সমন্বিত পদ্ধতি

  শোনা ও বলার দক্ষতা বৃদ্ধির কৌশল

  পড়ার দক্ষতা বিকাশের কৌশল

  লেখার দক্ষতা অনুশীলনের কৌশল

  ভাষিক কাজ কী? শিক্ষার্থীর ভাষাদক্ষতা উন্নয়নে ভাষিক কাজের পরিকল্পনা প্রণয়ন

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।