ফলাবর্তন কী, প্রকারভেদ ও ফলাবর্তন প্রক্রিয়ার ধাপ

What is feedback, types and steps in feedback process

ফলাবর্তন কী, প্রকারভেদ ও ফলাবর্তন প্রক্রিয়ার ধাপ


ফলাবর্তন কী?

ফলাবর্তন হল একটি প্রক্রিয়া যা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। শ্রেণি কার্যক্রম শেষে শিক্ষার্থীর সবল-দুর্বল দিক চিহ্নিত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। শ্রেণিকক্ষে শিক্ষক শিক্ষার্থীর পারদর্শীতা ও দক্ষতার সবল-দুর্বল দিক সহ শিখন উন্নয়নের জন্য যে দিক নির্দেশনা দেন তার সামগ্রিক রূপ হল ফলাবর্তন।

ফলাবর্তন ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে এটি একটি অপরিহার্য কার্যক্রম।

ফলাবর্তন কখন প্রয়োজন?

শ্রেণি কার্যক্রমের তিন সময়ে প্রয়োজনীয় ফলাবর্তন দেওয়া যায়।। যথা-

  • শ্রেণি কার্যক্রমের শুরুতে পূর্বজ্ঞান যাচাইয়ের সময়,
  • শ্রেণি কার্যক্রম চলাকালীন এবং
  • শ্রেণি কার্যক্রম শেষে।

ফলাবর্তন প্রক্রিয়ার ধাপ কয়টি?

দুইভাবে এই ফলাবর্তন দিতে পারেন যেমন-

  • নিজে ফলাবর্তন দিতে পারেন
  • পারগ সহপাঠীর মাধ্যমে দুর্বল সহপাঠীকে ফলাবর্তন দিতে পারেন।

সাধারণত: ফলাবর্তন প্রক্রিয়া দুই ধরনের-লিখিত ও মৌখিক।

লিখিত ফলাবর্তন প্রদান করতে সময় বেশি লাগলেও তা অধিকতর সুশৃঙ্খল। এই ফলাবর্তনের তথ্য প্রামাণক হিসাবে ব্যবহার করা যায় এবং পরবর্তী ফলাবর্তনের সাথে তুলনা করা যায় যা শিক্ষার্থীর শিখন অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখে। লিখিত ফলাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীর শিখন অগ্রগতির বিভিন্ন ধাপ ও কার্যাবলি সম্বন্ধে পর্যায়ক্রমিক ধারণা লাভ করা যায়।

মৌখিক ফলাবর্তনের কাজটি সহজে এবং দ্র‪ততার সাথে করা যায়। এটি সব সময় সুশৃঙ্খল নাও হতে পারে। শিক্ষক-শিক্ষার্থী উভয়ের ভুলে যাবার সম্ভাবনা থাকে। এটি প্রমাণক হিসাবে ব্যবহার করা সহজ নয়। বিভিন্ন ধরনের শিক্ষক প্রশিক্ষণে শিক্ষককে স্যান্ডউইচ ফলাবর্তন (ভালো-মন্দ-ভালো) প্রদানে উৎসাহিত করা হয়।

ফলাবর্তন প্রক্রিয়ার উদ্দেশ্যাবলি
  • শিক্ষার্থীর দুর্বলতা ও ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ও কার্যকর ফলাবর্তনের মাধ্যমে পূনঃমূল্যায়ন করে
  • ধারাবাহিক মূল্যায়ন চলাকালীন ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর প্রত্যাশিত শিখন অগ্রগতি নিশ্চিত করা;
  • শিখন অগ্রগতি চলমান রাখা;
  • প্রমানক সংরক্ষণের মাধ্যমে শিখন অগ্রগতির তুলনামূলক বিচার করা;
  • শিক্ষার্থীর প্রত্যাশিত শিখন অগ্রগতিতে অভিভাবকদের সস্পৃক্ত করা।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।