শিক্ষকতা পেশায় সহমর্মিতা

শিক্ষকতা পেশায় সহমর্মিতা

Empathy in the teaching profession

সহমর্মিতা কী?

শিক্ষকগণের পেশাগত দায়িত্বে সহমর্মিতা হলো শিক্ষক-শিক্ষার্থীগণের সুখ-দুঃখ উপলব্ধি করা/একে অপরকে সহযোগিতা করা/বিপদে সাহায্য করা। পেশাগত দায়িত্ব যথাযথভাবে স¤পাদনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষক, শিক্ষক-অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তাগণের বিপদে বা সংকটককালে একে অন্যের সুখ-দুঃখ উপলব্ধি করে দায়িত্ব পালনে সহযোগিতা করা। 

শিক্ষকতা পেশায় সহমর্মিতা ক্ষেত্রসমূহ নিম্নরূপ:

  • v  শিক্ষক-শিক্ষার্থী পেশাগত সহমর্মিতা;
  • v  শিক্ষক-শিক্ষক পেশাগত সহমর্মিতা;
  • v  শিক্ষক-অভিভাবকদের মধ্যে পেশাগত সহমর্মিতা;
  • v  শিক্ষক-কর্মকর্তাগণের মধ্যে পেশাগত সহমর্মিতা।

 শিক্ষকতা পেশায় সহমর্মিতার গুরুত্ব

  • v  পেশাগত দায়িত্ব স্বাচ্ছন্দে পালনের জন্য সহমর্মিতা অপরিহার্য;
  • v  কাজের গুণগতমান বজায় রাখার জন্য;
  • v  সুন্দর কর্ম-পরিবেশ বজায় রাখার জন্য;
  • v  শিক্ষার গুণগতমান রক্ষায়;
  • v  সময়মত কাজ স¤পন্ন করা;
  • v  ম্পর্ক উন্নয়ন।

 সহমর্মিতার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে করণীয়

পেশাগত উন্নয়নে একীভূত শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিখন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়। সকল শিক্ষক ও সকল শিশুর নিজ নিজ অধিকার ও প্রাপ্য সঠিকভাবে পালন করলে সহমর্মিতার নিশ্চিত হবে। 

পেশাগত দায়িত্ব পালনে সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক শিখন পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে করণীয়সমূহ:

  • ü  সকল শ্রেণি পেশার শিশুর বা মানুষের অধিকার স¤পর্কে জানা ও অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া;
  • ü  ছেলে-মেয়ে শিশুকে মানব শিশু হিসেবে মেনে নেয়া;
  • ü  বিদ্যালয়সহ পারিবারিক জীবনে বুলিং বন্ধ করা;
  • ü  শিক্ষকগণের সচেতনতা বৃদ্ধি করা;
  • ü  নিয়মিত স্টাফ মিটিং করা;
  • ü  সহকর্মীগণের নিয়িমিত কুশলাদি জানা;
  • ü  সকলের প্রতি সহযোগিতার মনোভাব বজায় রাখা।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।