তথ্য ও উপাত্ত কাকে বলে? শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য

তথ্য ও উপাত্ত কাকে বলে? শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য


ডেটা বা উপাত্ত কী?

উপাত্ত (Data):

সুনিদির্ষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা একটি একক ধারণা অর্থাৎ তথ্য (Information) এর ক্ষুদ্রতম এককই হচ্ছে উপাত্ত (Data।


ডেটা বা উপাত্তের বৈশিষ্ট্য লিখুন।

ডেটা বা উপাত্তের বৈশিষ্ট্য:

·        ডেটা একটি একক ধারণা

·        Information বা তথ্যের ক্ষু্দ্রতম এককই হচ্ছে Data

·        Datum শব্দের বহুবচন হল Data 

যার অর্থ Fact, Idea, Object, Condition, Situation ইত্যাদির Figure বা Description

 ডেটার শ্রেণিবিভাগুলো কি কি?

ডেটার শ্রেণীবিভাগ:

ডেটা বা উপাত্ত তিন প্রকার। যথা:

১। নিউমেরিক: যে সকল ডাটা কোন পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে তাদেরকে নিউমেরিক ডেটা বলে।

২। অনিউমেরিক: যে সকল ডাটা কোন পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে না তাদেরকে অ-নিউমেরিক ডেটা বলে।

৩। বুলিয়ান: যে সকল ডেটার শুধুমাত্র দুটি অবস্থা থাকতে পারে যেমন সত্য বা মিথ্যা, হ্যাঁ বা না সে সকল ডেটাকে বুলিয়ান বা লজিক্যাল ডেটা বলা হয়।

  ইনফরমেশন বা তথ্য কী?

কোন বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই হল ইনফরমেশন। ইনফরমেশন হল কোন প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য।

তথ্য (Information) = উপাত্ত (Data) + প্রেক্ষিত (Context) + অর্থ (Meaning) ।

উদাহরন: ১২০৫২০১৯ একটি উপাত্ত। এটি তথ্য হবে যদি কোন বিশেষ প্রেক্ষিতে এটিকে অর্থবহ করা যায়। যেমন- এটিকে ddmmyyyy ফরমেটে প্রকাশ করলে (১২.০৫.২০১৯) যা অর্থপূর্ণ। সুতরাং এটা এখন তথ্য (Information) ।

 তথ্য (Information) এর বৈশিষ্ট্যগুলো লিখুন।

কোন বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। ইনফরমেশন বা তথ্য মানে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর এবং ব্যবহার যোগ্য।

ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্য

1.        নির্ভূলতা (Accuracy)

2.       সহজবোধ্যতা (Simplicity)

3.       সহজবোধ্যতা (Simplicity)

4.       প্রাসঙ্গিকতা (Relevancy)

5.       পূর্ণাঙ্গতা (Completeness)

6.       সংক্ষিপ্ততা (Conciseness)

7.       সঙ্গতিপূর্ণতা (Consistency)

8.       নিরাপত্তা (Security)


উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য লিখুন।

উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য:

উপাত্ত

তথ্য

১. সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্যে প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে

১. ইনফরমেশন বা তথ্য মানে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহার যোগ্য।

২. ডেটা একটি একক ধারণা অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা যা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়।

২. ডেটাকে প্রসেস করে ইনফরমেশনে রুপান্তর করা হয়।

৩. ডেটা পুরোপুরি কোন ভাবার্থ প্রকাশ করে না।

৩. ইনফরমেশন কোন বিষয়ের ভাবার্থ প্রকাশ করে যা ব্যবহারকারী বুঝতে পারে।

৫. ডেটা ইনফরমেশন তৈরী প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

৪. ইনফরমেশন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

৫. ডেটা নির্দিষ্ট নয়।

৫. ইনফরমেশন নির্দিষ্ট।

৬. অপ্রক্রিয়াজাত প্রকৃতি।র

৬. প্রক্রিয়াজাত প্রকৃতির।

৭. অগোছালো থাকে।

৭. গোছালো হয়।

৮. ডেটা তথ্যের উপর নির্ভরশীল নয়।

৮. তথ্য ডেটার উপর নির্ভরশীল।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।