প্রতিফলনমূলক শিখনের সুবিধা, অসুবিধা, প্রতিবন্ধকতা এবং এর উত্তরণের উপায়

প্রতিফলনমূলক শিখনের সুবিধা, অসুবিধা, প্রতিবন্ধকতা এবং এর উত্তরণের উপায়

Advantages, Disadvantages, Barriers and Ways of Reflective Learning

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের সুবিধা

Ø শিক্ষক তাঁর ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন করতে পারেন।

Ø শিক্ষার্থীর সবল ও দুর্বল দিক চিহ্নিত করে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেন।

Ø পাঠের সবল ও দুর্বল দিক চিহ্নিত করে প্রয়োজনীয় ফলাবর্তন দিতে পারেন।

Ø শিখনফল অনুযায়ী শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করতে পারেন।

Ø পাঠের জন্য কার্যকর ও ফলপ্রসূ পরিকল্পনা করতে পারেন।

Ø শ্রেণি ব্যবস্থাপনার উন্নয়ন করতে পারেন।

Ø শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও আস্থা দৃঢ় করতে পারেন।

Ø নিজেকে সচেতন করতে পারেন।

Ø নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন।

Ø নিজের ও অন্য সহকর্মীর মতামতের প্রতি  শ্রদ্ধা বৃদ্ধি পায়।

Ø অন্য সহকর্মীকে উৎসাহিত করতে পারেন।

Ø নিজের আত্মবিশ্বাস ও কাজ করার স্পৃহা বৃদ্ধি করতে পারেন ইত্যাদি।

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের অসুবিধা ও প্রতিবন্ধকতা

Ø প্রতিফলনমূলক শিখন অনুশীলন শ্রম ও সময় সাপেক্ষ।

Ø একজন শিক্ষকের  নিজের বিষয়ে তথ্য সংরক্ষণে বা জানাতে অনাগ্রহ।

Ø শিক্ষকের নিজের দুর্বলতা প্রকাশ করাটা চ্যালেঞ্জ।

Ø অন্যদের অসহযোগিতা।

Ø কোনো কোনো ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা

Ø শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের মতামত গ্রহণে অনিহা বা উদারতার অভাব ইত্যাদি।

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের অসুবিধা ও প্রতিবন্ধকতা উত্তরণের উপায়

Ø শ্রম ও সময় সাশ্রয় করতে অন্য সহকর্মীর সহযোগিতা নেওয়া।

Ø স্লিপ বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ খরচ করা।

Ø প্রতিফলনমূলক শিখন অনুশীলনে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করা।

Ø পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করা।

Ø শিক্ষার্থীদের স্বার্থে নিজেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে গড়ে তোলা  ইত্যাদি।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।