Training House Rules
প্রশিক্ষণ কার্যক্রমকে ফলপ্রসূ করার ক্ষেত্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণারী উভয়ের কিছু নিয়ম অনুসরণ করতে হয়। একটি পোস্টার পেপারে নিয়মাবলীসমূহ টানিয়ে রাখা উচিত। প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলীগুলো নিম্নে উল্লেখ করা হলো:
- প্রতিদিন যথাসময়ে প্রশিক্ষণকক্ষে আগমন ও অবস্থান।
- সময় মেনে চলা।
- সকল কর্মকান্ডে উদ্বুদ্ধ হওয়া, মনোযোগী থাকা ও ইতিবাচক মনোভাব পোষন করা।
- সহায়কের কাজে প্রয়োজনীয় সহায়তা করা।
- অধিবেশন ভিত্তিক বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণ করা।
- প্রদত্ত বিভিন্ন কাজ দায়িত্বের সাথে সম্পাদন করা।
- সকলে একসাথে প্রশ্ন না করে প্রশ্ন করতে হাত তোলা।
- স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করা ও প্রশ্নের উত্তর দেয়া।
- অন্যের কথা বলার সময় নিজে কথা না বলা।
- অন্যের মতামতকে গুরুত্ব দেয়া।
- সুচিন্তিত মতামত প্রদান করা।
- প্রশিক্ষণকক্ষের পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
- পাশের অংশগ্রহণকারীর সাথে অযথা কথা না বলা বা গল্প না করা।
- প্রয়োজনীয় ফোল্ডার, প্যাড, কলম ইত্যাদি প্রতিদিন প্রশিক্ষণকক্ষে সাথে নিয়ে আসা ।
- মোবাইল ফোন বন্ধ/সাইলেন্স রাখা।
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।