মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা - Proshikkhon

মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা

The importance or necessity of evaluation

মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা

যে কোন শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ, মূল্যায়নের ভিত্তিতেই শিক্ষা ব্যবস্থা থেকে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তি কি পাচ্ছে তা জানা সম্ভব। সার্বিকভাবে মূল্যায়নের গুরুত্ব হল:

  • মূল্যায়ন শিক্ষাক্রম উন্নয়নে সহায়তা করে। মূল্যায়নের মাধ্যমে জানা যায়, কোন শিক্ষাক্রম শিক্ষক, শিক্ষার্থী ও জাতির জন্য উপযোগী কি না? এই তথ্য থেকে শিক্ষাক্রম উন্নয়ন বা নবায়ন করা যায়।
  • মূল্যায়নের মাধ্যমে বিষয়বস্তু ও শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা জানা যায় এবং পরিবর্তন, পরিবর্ধন ও উৎকর্ষ সাধন করা যায়।
  • মূল্যায়ন শিক্ষা ক্ষেত্রে ত্রুটিপূর্ণ ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।
  • শিক্ষার লক্ষ্যকে ব্যাখ্যা ও সুস্পষ্টকরণে উত্তম মূল্যায়ন পদ্ধতির বিশেষ ভূমিকা রয়েছে।
  • শিক্ষায় লক্ষ্য কতটুকু অর্জিত হল তা জানতে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসক ও অভিভাবককে মূল্যায়ন সহায়তা করে থাকে।
  • ফলাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে।
  • শিক্ষার্থীর শিখন দুর্বলতা চিহ্নিত করা।
  • শিক্ষার্থীর অর্জন ও অগ্রসরতা যাচাই করা।
  • মূল্যায়ন ভীতি দূর করার মাধ্যমে মূল্যায়নকে শিক্ষার্থীদের নিকট আনন্দদায়ক করে তোলা।
  • প্রেষণা সৃষ্টি করা। 
  • পরিস্কার ধারণা গঠন।
  • শিক্ষার্থী মত বিনিময় করার সুযোগ পায়।
  • দলগত শিক্ষণ শিখন সম্পন্ন হয়।
  • ঝরে পড়ার প্রবনতা হ্রাস পায়।
  • শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা।
  • শিক্ষার্থীর জ্ঞান, আচরণ ও মনোপেশীজ দক্ষতার মূল্যায়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!