এম.এড Archives - Proshikkhon

Posts Tagged "এম.এড"

3Apr2020

Learning Domain ‍and its type

শিখনের ক্ষেত্র (Learning Domain):

শিক্ষা মানেই হচ্ছে আচরণের কাঙ্খিত পরিবর্তন। আমেরিকান মনোবিজ্ঞানী প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম ও তাঁর কয়েকজন সহকর্মী মিলে ১৯৫৬ সালে ‘Taxonomy of Educational Objectives’ নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। উক্ত গ্রন্থে শিখনের আলাদা আলাদা ক্ষেত্র ( Learning Domain) হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মতে ব্যক্তি যেভাবে শেখে তা নির্ধারণ করা অত্যন্ত কঠিন কাজ। তবে শিখনের উদ্দেশ্য এবং লক্ষ্যবস্তু (Goal) নির্ধারণ করা গেলে তার পরিপ্রেক্ষিতে ব্যক্তির শিখনের অগ্রগতি (Performance) পরিমাপ করা সম্ভব। ব্লুমের মতে একটি বিষয়বস্তু থেকে শিক্ষার্থী শুধু জ্ঞানই অর্জন করে না বরং ঐ জ্ঞান সংশ্লিষ্ট আরও অনেক দক্ষতা অর্জন করে থাকে। ব্লুম শিখনের ক্ষেত্রকে ৩ ভাগে বিভক্ত করেছেন। তাঁর মতে শিখনের ৩টি ক্ষেত্রের সমন্বয়ে পুরোপুরি শিখন সংগঠিত হয়।

শিখনের ক্ষেত্রগুলোকে তিনটি প্রধান ভাগ করা হয়। যেমন-

[…]
3Apr2020

Values and its concepts

মূল্যবোধের ধারণা

অধিকাংশক্ষেত্রে মানুষের মূল্যবোধের ধারণাটি ধর্মের সাথে জড়িত থাকে। ধর্মকে সাধারণভাবে একগুচ্ছ বিশ্বাস হিসেবে বিবেচনা করা যায়। এ বিশ্বাস হল পরম ক্ষমতাবান স্রষ্টার প্রতি বিশ্বাস এবং বিশ্বভ্রহ্মান্ড সৃষ্টি ও মানবজীবনের উদ্দেশ্য সম্পর্কিত বিশ্বাস। তবে অনেকে একে ব্যক্তিগত সাধারণ কোন বিশ্বাস বা ধারণার চেয়ে আরও ব্যাপক বিষয় হিসেবে বিবেচনা করেন। এর ফলে এই বিশ্বাসগুলো জীবনের অংশ হয়ে পড়ে। পর্যায়ক্রমে তা একটি জীবনপন্থা বা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বিবেচিত হয়। সৃষ্টিকর্তা, জীবন-মৃত্যু, পরকাল, ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা ইত্যাদিকে ঘিরে একটি বিশেষ ধারণার উদ্ভব ঘটে। এ বিবেচনা অনুসারে ধর্ম আর মূল্যবোধের মধ্যে মানুষের জীবনচারণ পদ্ধতি যাপিত হতে থাকে। এভাবে মূলত মানুষের ভেতর মূল্যবোধের ধারণাটি জন্মে। আমাদের জীবনে মূল্যবোধের প্রভাব রয়েছে সুতরাং মূল্যবোধ ও মূল্যবোধের ধারণা সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা আবশ্যক। নিম্নে মূল্যবোধ কী তা বর্ণনা করা হলো:

[…]
31Mar2020

শিক্ষক প্রশিক্ষণ কী?

প্রশিক্ষণ হচ্ছে কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সরবরাহের জন্য স্বল্পকালীন আয়োজন। শিক্ষকতা পেশার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট কোনো ধারণা বা দক্ষতা সরবরাহের জন্য স্বল্পকালীন আয়োজনই হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ।

শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষক যেন আবশ্যক শিক্ষণ দক্ষতাগুলো অর্জন করতে পারেন তাতে সমর্থ করে তোলা। স্বল্প সময়ে কোনো বিষয়ে দক্ষতা সরবরাহের প্রয়োজন হলে তখন প্রশিক্ষণ দরকার হয়। আবার কখনো কখনো নতুন একটা বিষয়ে শিক্ষকদের তাৎক্ষণিক দক্ষতা সরবরাহ করার প্রয়োজন হলে প্রশিক্ষণই সর্বোত্তম ব্যবস্থা। যেমন- সৃজনশীল প্রশ্ন প্রণয়ন বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন করা। শিক্ষক প্রশিক্ষণ বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে অর্জন করা যায়। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। যেমন-

  • বুনিয়াদি প্রশিক্ষণ,
  • সঞ্জীবনী প্রশিক্ষণ,
  • বিষয়ভিত্তিক প্রশিক্ষণ,
  • পেশাভিত্তিক প্রশিক্ষণ,
  • চাকুরিপূর্ব প্রশিক্ষণ,
  • চাকুরিকালীন প্রশিক্ষণ ইত্যাদি।

শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্যাবলী:

  • শিক্ষক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের শিখন-শিখানো কলাকৌশল সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা।
  • শিক্ষকদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা এবং সময়ের সঙ্গে যুগোপযোগীকরণে সহায়তা দান।
  • শিক্ষকদের মধ্যে ব্যক্তিত্ব, উদ্ভাবনী শক্তি বৃদ্ধি এবং নেতৃত্বের গুনাবলী জাগ্রত করা।
  • শিক্ষকদেরকে আর্থ-সামাজিক উন্নয়ন ও দেশের জরুরী সমস্যাগুলোর সাথে পরিচিত করা এবং তাদের সাথে সম্পৃক্ত করতে সাহায্য করা।
  • শিক্ষকদের আচরনিক দক্ষতা ও দুর্বলতা চিহ্নিত করা এবং দুর্বলতার কারণ অনুসন্ধান করে প্রতিশোধনমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।
  • শিক্ষণের জন্য আধুনিক উপকরণ ব্যবহার স¤পর্কে দক্ষতা অর্জন এবং তা ব্যবহারে উৎসাহিত করা।
  • নতুন নতুন শিক্ষা পদ্ধতি স¤পর্কে দক্ষতা ও কৌশল বৃদ্ধি করা।
  • গবেষণাপত্র তৈরী ও প্রতিবেদন পেশের ক্ষেত্রে পেশাদারিত্ব অর্জনে সহায়তা করা।
  • সমাজের সকল ধর্ম, বর্ণ, জাতিসত্ত্বা, আর্থ-সামাজিক শ্রেণীর শিক্ষাথীকে সমান সুযোগ দিয়ে পাঠদানে উৎসাহিত করা।
  • সমাজের সুবিধা বঞ্চিত ক্ষুদ্রজাতিসত্ত্বা এবং প্রতিবন্ধী ছেলে-মেয়েদের বিশেষ শিখন চাহিদা অনুসারে শিখন সেবা প্রদানের কলাকৌশল অর্জনে সহায়তা করা।
  • সমস্যাদি বিশ্লেষণে দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা বৃদ্ধি করা।
  • তথ্যপ্রযুক্তি শিক্ষায় সকল স্তরের শিক্ষককে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করে উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এর সর্বোচ্চ অনুশীলনে উৎসাহিত করা।
  • দায়িত্ব ও কর্তব্য সচেতন থেকে কার্য সম্পাদনের জন্য শিক্ষকদেরকে উৎসাহিত করা।
  • গবেষণা কাজে অংশগ্রহণের জন্য আত্মবিশ্বাস সৃষ্টি এবং গবেষণা কাজে উৎসাহিত করা।
3Mar2020

বাংলাদেশ সরকার ৬-১০ বছর বয়সী শিশুদের জন্য ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক শিক্ষা আইন পাশ করে। ১৯৯০ সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস করা হয়। ১৯৯২ সালে সীমিতভাবে এবং ১৯৯৩ সাল থেকে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, ১৯৯০

১. আইনে ব্যবহৃত কতিপয় শব্দের অর্থ:

(ক) অভিভাবক: এর অর্থ শিশুর পিতা বা পিতার অবর্তমানে মাতা বা উভয়ের অবর্তমানে শিশুর তত্তাবধানে রয়েছেন এমন ব্যক্তি।

(খ) কমিটি: এর অর্থ দ্বারা ৪ এর অধীন গঠিত বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা কমিটি।

(গ) প্রাথমিক শিক্ষা: এর অর্থ শিশুদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বা অনুমোদিত শিক্ষা।

(ঘ) প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান: এর অর্থ যে কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান যেখানে প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে।

(ঙ) শিশু: এর অর্থ ছয় বছরের কম নয় ও দশ বছরের অধিক নয় এরূপ বয়সের বালক বা বালিকা।

২. কি কারণে শিশু এ আইনের আওতাভুক্ত হবে না:

(ক) অসুস্থতা বা অন্য কোন অনিবার্য কারণ।

(খ) আবাসস্থল থেকে দুই কিলোমিটারের মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকা।

(গ) শিশু বর্তমানে যে শিক্ষা গ্রহণ করেছে তা প্রাথমিক শিক্ষার সমমানের হওয়া।

(ঙ) মানসিক অক্ষমতা কারণে।

3Mar2020

Education for All Law

সর্বজনীন শিক্ষা আইন কী? বাংলাদেশে সর্বজনীন শিক্ষার প্রেক্ষাপট।

মানুষের জীবনে চলার পথে জীবনাচরণ ও জীবিকা অনুসন্ধানের জন্য ন্যূনতম শিক্ষার প্রয়োজন যার সূচনা ঘটে প্রাথমিক শিক্ষার মাধ্যমে। ‘সর্বজনীন’ শব্দটির অর্থ হলো সবার মঙ্গলের উদ্দেশ্যে সবার জন্য উদ্দিষ্ট’। উদাহরণসরূপ বলা যায় যে, মানুষের সর্বজনীন অধিকার হল মানবাধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকার ইত্যাদি।

[…]
26Feb2020

মূল্যায়নের রয়েছে মোটামুটি চারটি ধাপ। এগুলো হল −

১. শিখনের উদ্দেশ্য লিখন

২. মূল্যায়ন উপকরণ তৈরিকরণ

৩. পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রদান (পরিমাপ) এবং

৪. মূল্যায়ন ও ফলাবর্তন (ফিডব্যাক)

26Feb2020

characteristics of evaluation

মূল্যায়নের বৈশিষ্ট্য:

  • মূল্যায়ন একটি ধারাবাহিক, নিরবচ্ছিন্ন ও সুসংবদ্ধ প্রক্রিয়া।
  • শিক্ষণ-শিখন ও মূল্যায়ন প্রক্রিয়া পাশপাশি চলে।
  • মূল্যায়নের বেলায় শিক্ষণের চেয়ে শিখন বেশি গুরুত্বপূর্ণ।
  • মূল্যায়ন যেমন গুণগত তেমনি পরিমাণগতও বটে।

মূল্যায়ন চারটি বিষয়ের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এগুলো হল −

  • শিখনের উদ্দেশ্য : শিক্ষার সংজ্ঞায়িত লক্ষ্য
  • শিখনের বিষয়বস্তু : শিক্ষণীয় বিষয়
  • শিখন অভিজ্ঞতা, পরীক্ষণ, আলোচনা, প্রশ্ন-উত্তর, প্রদর্শন ইত্যাদি।
  • মূল্যায়ন কৌশল ও উপকরণ: লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা, পর্যবেক্ষণ
  • ইত্যাদি।
26Feb2020

The importance or necessity of evaluation

মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা

যে কোন শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ, মূল্যায়নের ভিত্তিতেই শিক্ষা ব্যবস্থা থেকে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তি কি পাচ্ছে তা জানা সম্ভব। সার্বিকভাবে মূল্যায়নের গুরুত্ব হল:

  • মূল্যায়ন শিক্ষাক্রম উন্নয়নে সহায়তা করে। মূল্যায়নের মাধ্যমে জানা যায়, কোন শিক্ষাক্রম শিক্ষক, শিক্ষার্থী ও জাতির জন্য উপযোগী কি না? এই তথ্য থেকে শিক্ষাক্রম উন্নয়ন বা নবায়ন করা যায়।
  • মূল্যায়নের মাধ্যমে বিষয়বস্তু ও শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা জানা যায় এবং পরিবর্তন, পরিবর্ধন ও উৎকর্ষ সাধন করা যায়।
  • মূল্যায়ন শিক্ষা ক্ষেত্রে ত্রুটিপূর্ণ ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।
  • শিক্ষার লক্ষ্যকে ব্যাখ্যা ও সুস্পষ্টকরণে উত্তম মূল্যায়ন পদ্ধতির বিশেষ ভূমিকা রয়েছে।
  • শিক্ষায় লক্ষ্য কতটুকু অর্জিত হল তা জানতে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসক ও অভিভাবককে মূল্যায়ন সহায়তা করে থাকে।
  • ফলাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে।
  • শিক্ষার্থীর শিখন দুর্বলতা চিহ্নিত করা।
  • শিক্ষার্থীর অর্জন ও অগ্রসরতা যাচাই করা।
  • মূল্যায়ন ভীতি দূর করার মাধ্যমে মূল্যায়নকে শিক্ষার্থীদের নিকট আনন্দদায়ক করে তোলা।
  • প্রেষণা সৃষ্টি করা। 
  • পরিস্কার ধারণা গঠন।
  • শিক্ষার্থী মত বিনিময় করার সুযোগ পায়।
  • দলগত শিক্ষণ শিখন সম্পন্ন হয়।
  • ঝরে পড়ার প্রবনতা হ্রাস পায়।
  • শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা।
  • শিক্ষার্থীর জ্ঞান, আচরণ ও মনোপেশীজ দক্ষতার মূল্যায়ন হয়।
26Feb2020

Measurement and its definition

পরিমাপ ও এর সংজ্ঞা

আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিমাপ টার্মটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শিক্ষকের অন্যতম একটি গুণাবলী হলো শিক্ষার্থী সাফল্য, কৃতিত্ব বা পারদর্শিতা সম্পর্কে সম্যক জ্ঞান রাখা। সুতরাং শিক্ষকের পরিমাপ ও এর সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখা জরুরী।

[…]

Ad

error: Content is protected !!