শিক্ষা ও এর উপাদান

শিক্ষা বলতে কী বুঝায়? 

সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।

‘শিক্ষা’ শব্দটি এসেছে সংস্কৃত ‘শাস’ ধাতু হতে যার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, শাসন করা, নির্দেশ দান করা, উপদেশ দান করা ইত্যাদি। শাব্দিক অর্থে ’শাস’ কথাটিতে একটি আরোপিত ব্যবহার ইঙ্গিত রয়েছে। তবে এখানে শাস (শাসন) কে নমনীয়ভাবে দেখা যেতে পারে। এই বিষয়টিকে গভীরভাবে ভাবলে বুঝা যায় যে, একজন ব্যক্তির নিজস্ব, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় কল্যাণের বিষয়গুলো শিক্ষার মাধ্যমে নির্দেশনা প্রদান করা যায়।

Education যার বাংলা অর্থ ‘শিক্ষা’ যেটি ল্যাটিন শব্দ হতে উদ্ভূত হয়েছে। Educare, Educere এবং Educatum শব্দ তিনটির সাথে‘ Education‘ শব্দটির মৌলিক মিল পাওয়া যায়।

অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে, ‘education means a process of teaching, training and learning, especially in schools, or colleges, to improve knowledge and develop skills.’

শিক্ষা সম্পর্কিত কয়েকজন মনীষীর সংজ্ঞা

জন মিল্টন বলেছেন, ’Education is the harmonies development of mind, body and soul.

বিশিষ্ট দার্শনিক সক্রেটিস শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘নিজেকে জানার নামই শিক্ষা’।

প্লেটোর এর মতে- “Education is the capacity to feel pleasure and pain in the right moment.”  অর্থাৎ শিক্ষা হচ্ছে সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভব করতে পারার ক্ষমতা।

আমেরিকান শিক্ষাবিদ John Dewey বলেছেন, ‘প্রকৃতি ও মানুষের প্রতি বুদ্ধিবৃত্তি, আবেগ ও মৌলিক মেজাজ প্রবণতা বিন্যাস করার প্রক্রিয়াই শিক্ষা।’

শিক্ষার উপাদান কী? 

শিক্ষা কার্যক্রম অত্যন্ত বিস্তৃত। শিক্ষার সাথে শিক্ষা প্রশাসনের পাশাপাশি কতকগুলো অপরিহার্য বিষয় জড়িত থাকে। শিক্ষা একটি অতি প্রয়োজনীয় সামাজিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া জীবনব্যাপী। এর একটি সুসংহত সত্ত্বা আছে যা সামগ্রিকভাবে কাজ করে। কতকগুলো ‍ুগুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে এ প্রক্রিয়া সাধিত হয়। বলা যায় যে, শিক্ষাদান প্রক্রিয়াটি অনেকগুলো উপাদানগুলো উপাদানের সমন্বয়ে সাধিত হয়। 

শিক্ষার মৌলিক উপাদানসমূহ

  • শিক্ষার্থী,
  • শিক্ষক,
  • শিক্ষাক্রম,
  • শিখন পরিবেশ,
  • পাঠ্যপুস্তক,
  • শিখন শেখানো সামগ্রী,
  • বিদ্যালয় ইত্যাদি।


মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।