উদাসী হাওয়া স্বপ্ন ছুঁয়ে যায়
-শাহাদত হোসেন সুজন
আশ্বিনের শেষ বিকেলের ডুবুডুবু সূর্য নুয়ে পড়লে
আচানক উদাসী হাওয়া তোমার স্বপ্ন ছুঁয়ে যায়
তুমি বলেছিলে-হালকা কুয়াশা গোধূলি লগ্নে
সময় ঝড়ে পড়লে শেষ সূর্যের হাসি মেখে তুমি ফিরবে…
শিউলি ফুলের ঘ্রাণ শরীরে মেখে খোলা চুলে দক্ষিণা বাতায়নে
শিশির জড়ানো ঘাসের উপর আলতা মাখা মৃদু পায়ে ফিরবে-
বিস্তৃর্ণ তেপান্তর দূরে বৃক্ষরাজি সময় বয়ে যায় তার চিরচেনা পথে
স্মৃতির সুবর্ণরেখা জীবনের মাঝ বরাবর চিহ্ন এঁকে দেয়…
তুমি কি তোমার কথা রাখতে পেরেছো? পারনি!
কোন এক বিষণ্ণ সোনালি রোদ্দুরে শেষবার মুখোমুখি
চলে গিয়েছো বকুল তলার পথ ধরে ব্যতিক্রমী আয়োজনে
তবুও উদাসী হাওয়া ছুঁয়ে যায় আমাদের স্বপ্ন, স্মৃতিগুলো…
২৯ জুন ২০২১
উত্তরা, ঢাকা।