স্বপ্ন
-শাহাদত হোসেন সুজন
স্বপ্ন হচ্ছে-
চোখের ভিতর চোখ
শয়নে জাগরণে জেগে থাকা চোখের ভিতর
হালকা নীল বেগুনি রঙের ছাপা
শত জনমের আকাঙ্খার রঙ…
স্বপ্ন হচ্ছে-
বৃষ্টি অতঃপর যুবতী মাটির মতো
আনত শরীরে পুলকিত শিহরণে জাগিয়ে দেয়া
মুঠো মুঠো সুখ; ছড়ায় হৃদয় থেকে হৃদয়ে…
স্বপ্ন হচ্ছে-
লাউয়ের ডগার মতো লকলকে বেড়ে ওঠা
মৃদু হাওয়ায় সজনে ফুলে দোল খাওয়া সুরভিত আবেশ
কুয়াশা মোড়া রাত্রি ভেদ করে জেগে ওঠা
ভোরের সূর্যের প্রথম কিরণ…
১৭ এপ্রিল ২০২১
কচুয়ার খামার, গাইবান্ধা।