স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে –
স্বাধীনতা মানে মায়ের মধুর সূর
স্বাধীনতা মানে বোনের অঙ্গীকার,
স্বাধীনতা মানে তিরিশ লক্ষ শহীদের রক্ত
স্বাধীনতা মানে যোদ্ধার জিহাদী অক্ত।
স্বাধীনতা মানে মধুর মাতৃভাষা
স্বাধীনতা মানে যোদ্ধার বিপ্লবী সূর,
স্বাধীনতা মানে লক্ষ শহীদের আশা
স্বাধীনতা মানে সাত শ্রেষ্ট বীর।
স্বাধীনতা মানে বাংলা বর্ণমালা
স্বাধীনতা মানে ভাষার উচ্চারণ,
স্বাধীনতা মানে লক্ষ শহীদী খুন
স্বাধীনতা মানে যোদ্ধার চোখে তপ্ত আগুন।
স্বাধীনতা মানে কাজী নজরুল ইসলামের স্বপ্ন
স্বাধীনতা মানে শেখ মুজিবুর রহমানের কন্ঠ,
স্বাধীনতা মানে জিয়াউর রহমানের ঘোষণা স্বাধীনতা মানে আমাদের অনুপ্রেরণা।