বর্ষা দিন
সেই সকাল থেকে
মুষুলধারে বৃষ্টি হচ্ছে
চারিপাশ ঝাপসা হয়ে আসছে
প্রকৃতির মনের কালিমা দূর হয়ে যাচ্ছে।
চারিদিকে অঝরে বাদলা হাওয়া বইছে
তবুও সেই সন্তান বসে নেই
জীবন ও জীবিকার তাগিদে মাঠপানে ছুটছে
নতুন ফসলের স্বপ্নীল ঘুড়ি,
তার আকাশে উড়ছে
নবান্নের ডাক যেন এখনই দিয়ে যাচ্ছে।
দিনের মাঝপথে এসে, সময় যেন
থমকে গেছে
সবকিছু তার নিজের গতিপথ ভুলে যাচ্ছে
চেনা সূর অচেনা হয়ে যাচ্ছে।
বৃষ্টির শব্দে চারদিকে সূরের ভূবন
তৈরি হয়েছে
শত শত বেহালা, তানপুরা যেন একসাথে
বেজে উঠেছে
সূরের মায়ার মায়াঞ্জন যেন সবাইকে
বন্দী করে দিয়েছে।
আর কবি; সে তো পেয়েছে নতুন কবিতা
লিখার সম্ভার
উদ্ভাসিত, উদ্দেলিত হৃদয়ে
দোলা দেয় মনে তার।
প্রতীক্ষার প্রহর বয়ে বয়ে যাচ্ছে
মেঠোপথ কর্দমাক্ত হয়ে গেছে
মানুষ ঘরের পথ ধরেছে বলে মনেহয়
তারা পায়ের আওয়াজ দূর থেকে
কানে আসছে।
দূরে শিয়াল করুন রবে ডেকে যাচ্ছে
গুমোট ভাব যেন প্রকৃতির
সাঁঝের মায়ার মায়াঞ্জনে ঢেকে যাচ্ছে
সব কিছু।
ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলছে
মাসজিদ, মন্দিরে স্বর্গীয় পরিবেশ
তৈরি হচ্ছে,
দেবদূত পূণ্যে আহ্বান করছে
এস; হে মানব, এস তোমরা কল্যাণের পথে।